Amitabh Bachchan: ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

0
451

দেশের সময়: দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন বিগ বি। টুইটারে তিনি লিখেছেন, পরীক্ষা করিয়েছি। আমি করোনা পজিটিভ। ফলে আমার আশেপাশে যাঁরা থাকেন বা যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁরা পরীক্ষা করিয়ে নিন।

৭৯ বছরের অমিতাভের এই বার্তার পরই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। কমেন্টের বন্যা বয়ে যায়। লাভ ইমোজির পাশাপাশি সঙ্গে থাকার বার্তা দিতে জয়েনিং হ্যান্ডেরও ইমোজিতে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ায় একাউন্ট। এর আগে ২০২০ সালের জুলাইয়ে প্রথমবারের জন্য করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় বেশ ভালোই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় তিন সপ্তাহ। অমিতাভ পুত্র অভিষেক, বউমা ঐশ্বর্য, নাতনি আরাধ্যও আগেই করোনা আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেও বাড়িতেই রয়েছেন বিগ বি। কিন্তু তাঁকে ঘিরে আরব সাগর পাড়ে দেখা দিয়েছে উৎকন্ঠা। অমিতাভ বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতির নতুন সিজনের শুটিং করছিলেন। সামনেই তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলছে। তার মধ্যে রয়েছে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান, উঁচাই, গুডবাই, প্রজেক্ট কে এবং দ্য ইন্টার্ন রিমেক।

Previous articleSwarnendu Das : বাংলার সাংবাদিক স্বর্ণেন্দু দাসের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, শোকবার্তা বিরোধী দলনেতার,দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়েছেন
Next articleWeather Update: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here