Bangladesh : জন্মাষ্টমীতে ‘সংখ্যালঘু’ হিন্দুদের নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

0
1443

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের নিজেদের সংখ্যালঘু না ভাবার আবেদন জানিয়েছেন বঙ্গবন্ধু মুজিবরের কন্যা।

তিনি জানিয়েছেন বাংলাদেশ ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান এবং দেশের সব ধর্মের মানুষই সমান গুরুত্ব পাবেন। শেখ হাসিনা বলেন, “আমরা চাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করুন। বাংলাদেশের মাটিতে সকলের সমান অধিকার। আমার যেটুকু অধিকার রয়েছে, অন্যান্যদেরও সমান অধিকার রয়েছে।”

বৃহস্পতিবার বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজো উদযাপন পরিষদের নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর অনেকক্ষণ কথা হয়। একে অপরের সঙ্গে তাঁরা সৌজন্য বিনিময়ও করেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে সে দেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নিজের বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে এম সেন হলের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।

“সনাতন হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী মানুষদের আমি বলতে চাই আপনারা এদেশের নাগরিক, এখানে নিজেদের সংখ্যালঘু বলে মনে করার কোন প্রয়োজন নেই। আমরা চাই সমানভাবে আপনারা নাগরিক অধিকার পাবেন এবং তা ভোগ করবেন। কখনও হীনমন্যতায় ভুগবেন না।

দেশের নাগরিক হিসেবে সকলের সমান অধিকার রয়েছে।” বলেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, “আপনাদের মনে যদি আত্মবিশ্বাস থাকে তবে দুষ্টু লোকেরা কোন ক্ষতি করতে পারবে না। সকলের মধ্যে ঐক্য বিশ্বাস থাকা প্রয়োজন, তাহলেই সবকিছুর সঙ্গে মোকাবিলা করা সম্ভব।”

Previous articleSports :শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের ৬১ তম সুব্রত মুখার্জি ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকে
Next articleBSF: ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গিদের গুলিতে মৃত্যু আধা সামরিক বাহিনীর এক জওয়ানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here