Mamata-Modi Meeting: দিল্লিতে মোদী-সাক্ষাতে বিপুল বকেয়া মেটানোর আবেদন মমতার

0
673

দেশের সময় ওয়েবডেস্কঃ দিল্লি সফরে গিয়ে শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রায় ৪৫ মিনিটের সেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। সেই বৈঠকেই কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে একটি চিঠিও প্রধানমন্ত্রীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের কাছে ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সেই চিঠিতে বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ১০০ দিনের কাজ (মনরেগা), প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা রাজ্যের বকেয়া রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠিতে লেখা হয়েছে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকাদের জন্য মনরেগা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। গৃহহীনদের আশ্রয়স্থল করে দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গ্রামীণ এলাকায় যোগাযোগ গড়ে তুলতে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মতো প্রকল্পের কোনও বিকল্প নেই। কিন্তু এই সব প্রকল্পের বিপুল টাকা আটকে রেখেছে কেন্দ্র। যার জেরে এই প্রকল্পের কাজ ধাক্কা খাচ্ছে। তাই সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এ সবের পাশাপাশি মিড ডে মিল এবং স্বচ্ছ ভারত মিশনের মতো একাধিক প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোভিড অতিমারি, ইয়াস ও আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি বাবদ টাকা রাজ্য এখন পায়নি বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বকেয়া টাকা নিয়ে এর আগেও সরব হতে দেখা গিয়েছে মমতাকে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান এবং রাজনৈতিক সভাতেও এ নিয়ে কেন্দ্রে আক্রমণ শানিয়েছেন তিনি।

শুক্রবারের পর শনিবারও এক মঞ্চে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বৈঠকে যাবেন মমতা। সেই বৈঠকের চেয়ারপার্সন মোদী।

বর্তমানে ৪ দিনের দিল্লি-সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর৷

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হলুদ গোলাপের তোড়া ৷ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ছবি ট্যুইট করে পিএমও৷ তাই শুক্রবারের পরও শনিবারও মমতা-মোদী সাক্ষাৎ হবে রাজধানীতে।

Previous articleBangaon : বনগাঁ ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার শুর করল বাম- বিজেপি, তৃণমূল দেখুন ভিডিও
Next articleWest Bengal Weather Forecast: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, উপকূলবর্তী এলাকায় ঝড়–বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here