Har Har Shambhu Shiv Mahadeva: ‘হর হর শম্ভু’ গানে মন কেড়েছেন আট থেকে আশির!সেই গায়ক আসলে কে? জানুন

0
1392

দেশের সময় ওয়েবডেস্কঃ ‘হর হর শম্ভু…শম্ভু…শিব মহাদেব..শম্ভু…শম্ভু’। এই গানটি বাচ্চা থেকে বুড়ো সকলের হৃদয় জয় করেছে। শুধু শিবভক্তরাই নন, এই গানের সুর-তালে মুগ্ধ আমজনতাও ৷যাঁর শিবভক্তির গান সারা দেশ মাতাচ্ছে, কে সেই গায়ক ?

‘হর হর শম্ভু’ খ্যাত সেই গায়িকা হলেন অভীলিপ্সা পাণ্ডা। জীতু শর্মার সঙ্গে ডুয়েটে ‘হর হর শম্ভু’ গান গেয়ে মন মাতাচ্ছেন আট থেকে আশির। দেখুন গানের ভিডিওটি

ওড়িশার কেওনঝড়ের বারবিলে এক ব্রাহ্মণ পরিবারে ২০০১ সালে জন্ম অভীলিপ্সার। তাঁরা দুই বোন।

অভীলিপ্সার বাবা অশোক পাণ্ডা ভারতীয় সেনার প্রাক্তন কর্মী। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করেন। তাঁর মা পুষ্পশ্রী পেশায় শিক্ষক।

শৈশবেই গানের সঙ্গে পরিচয় হয় অভীলিপ্সার। তাঁর ঠাকুরদা গানের জন্য বারবিলে বেশ পরিচিত। ঠাকুরদার হাত ধরেই গানের জগতে পা রাখেন অভীলিপ্সা।

ঠাকুরদার কাছে ধ্রুপদী সঙ্গীতে তালিম নেন তিনি। চার বছর বয়সে ওডিশি ধ্রুপদী সঙ্গীত শেখা শুরু করেন। ১৭ বছর বয়সে ওড়িশায় গানের একটি রিয়ালিটি শো-তে অংশ নেন অভীলিপ্সা। সেই সময় তাঁর একটি গান বেশ ভাইরাল হয়। সেই গান ভাইরাল হওয়ার পরেই ‘হর হর শম্ভু’ গানের প্রস্তাব পান। তার পরই রাতারাতি তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে সেই গানের মধ্য দিয়ে।

২০২২-এর এপ্রিলে ‘হর হর শম্ভু’ গানের রেকর্ডিং করেন অভীলিপ্সা। গানের সঙ্গে সঙ্গতি রেখে পোশাক পরে স্টুডিয়োয় এসেছিলেন তিনি। শাড়িকে ধুতির মতো পরে, কালো টিশার্ট এবং কপালে টিকা লাগিয়ে গানের রেকর্ডিং করেন।

তাঁর গাওয়া গানটি যে এত জনপ্রিয় হবে সেটা প্রথমে বিশ্বাসই করতে পারেননি অভীলিপ্সা। ১০ বছর বয়সে স্টুডিয়োতে শিশুশিল্পী হিসাবে প্রথম রেকর্ডিং করেন।

আটটি ভাষায় গান করতে পারেন অভীলিপ্সা। ইংরেজি, বাংলা, অসমীয়া, মরাঠি, মারওয়াড়ি, গুজরাতি, তামিল ভাষায় গান করতে পারেন। শুধু গানই নয়, ক্যারাটেও জানেন অভীলিপ্সা। ক্যারাটেতে তিনি ব্ল্যাক বেল্ট পেয়েছেন। সামুদ্রিক জীব নিয়ে গবেষণা করতে চান অভীলিপ্সা। ইচ্ছা সমুদ্রবিজ্ঞানী হওয়ার।এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভীলিপ্সা।

Previous articleAyman al-Zawahiri: মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান জাওয়াহিরি, ঘোষণা বাইডেনের
Next articlePartha Chatterjee: নিশানায় পার্থকে রেখে জুতো ছুড়ে মারলেন মহিলা!বঙ্গ রাজনীতিতে বেনজির দৃশ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here