দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকলেও সক্রিয় নয়। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা ৷
দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামিকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে। শনি ও রবিবার অপেক্ষাকৃতভাবে একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ৷
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৫ শতাংশ।
উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকে ৫ জেলায়। নিচের দিকে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে মূলত মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায়। আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় ৷
মৌসুমী অক্ষরেখা আগামী দুদিন আরো কিছুটা উত্তরে সরবে। মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর গোয়ালিয়র ডালটনগঞ্জ পুরুলিয়া কৃষ্ণনগর এবং দক্ষিণ বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বিহারে। এছাড়াও উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ডে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামী পাঁচ দিন জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত মাঝারি বৃষ্টি হবে এই এলাকাগুলোকে। বৃষ্টি হবে গুজরাত, রাজস্থান, ছত্রিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, বিহারে৷