দেশের সময় ওয়েবডেস্কঃ শিয়ালদা ইস্ট-ওয়েস্ট মেট্রোর চাকা গড়াল সকাল ৬টা ৫৫ মিনিটে ৷ ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। অনেকে আবার অপেক্ষা শুরু করেছিলেন ভোর ৪ টে থেকে। পরিষেবা শুরু হতেই প্রথম মেট্রোর যাত্রী হতে উন্মাদনা ছিল তুঙ্গে। একমাত্র রবিবার ছাড়া প্রতিদিনই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ চলাচল করবে মেট্রো। এই রুটে চলবে ১০০টি ট্রেন।
এদিন সকালে মেট্রোর প্রথম ৫০ জন যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। দেওয়া হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর বিবরণ-সহ একটি বই। প্রথম দিনের সফরে আপ্লুত যাত্রীরা। সাধারণ যাত্রীরা মেট্রোয় চেপে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছনো যাচ্ছে মাত্র ২১ মিনিটে ৷
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই শাখায় যে স্টেশগুনি পড়বে– শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর ফাইভ।
বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫-য় প্রথম মেট্রো ছাড়ে। উল্টোদিকে সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় শিয়ালদার উদ্দেশে প্রথম মেট্রোর চাকা গড়ায়। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫-এ। সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেনের সময় রাত ৯টা ৪০-এ।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মুহূর্তে অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোয় চেপে বসলেই প্রথম স্টেশন পড়বে ফুলবাগান, তার পর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাবে মেট্রো।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের দিকে প্রথম স্টেশন ফুলবাগান। সেখানে যেতে ভাড়া পড়বে ১০ টাকা। তার পরের স্টেশন সল্টলেক স্টেডিয়ামে নামলেও ভাড়া ১০ টাকা। মোট ২৭টি টিকিট কাউন্টার থাকছে স্টেশনে। ‘টি সিঁড়ি, ৫’টি লিফট এবং ১৮’টি এসক্যালেটরের ব্যবস্থাও রয়েছে। এই স্টেশনে যেহেতু যাত্রী সংখ্যা অত্যাধিক বেশি হতে পারে, তাই মেট্রোর কামরা থেকে নামার জন্য দুদিকেই থাকছে প্ল্যাটফর্ম।