Coronavirus Updates:দেশের করোনা গ্রাফ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে !বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র

0
425

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের করোনা গ্রাফ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন  ১৮,৮১৫ জন৷ গতকালের থেকে সামান্য কমল সংক্রমণ৷ গতকাল আক্রান্ত হন ১৮ হাজার ৯৩০ জন। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ নিয়ে দেশের এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২২,৩৩৫ জন৷ দেশে পজিটিভিটি রেট ৪.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ৷

উদ্বেগ বাড়াচ্ছে দেশে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮ জন করোনায় আক্রান্ত রোগীর। বর্তমানে দেশে কোভিড আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লাখ ২২ হাজার ৩৩৫ এ। দেশে অ্যাকটিভ কেস ০.২৮ শতাংশে পৌঁছে গিয়েছে। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ।

করোনার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এত দিন কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পর নেওয়া যেত বুস্টার ডোজ, এ বার সেই নিয়ম পাল্টে করে দেওয়া হল ৬ মাস। সারা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে।

চিন্তা বাড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট৷ ভারতে দেখা দিয়েছে করোনাভাইরাসের রূপ বিএ ২.৭৫। ইউরোপ এবং আমেরিকায়, BA.৪ এবং BA.৫-এর প্রকোপ বাড়ছে ৷

একদিন আগেই WHO নিশ্চিত করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫-এর সন্ধান পাওয়া গিয়েছে ভারতে। এর আগে ইজারায়েলি গবেষকও জানিয়েছিলেন, ভারতের ১০ রাজ্যে নয়া প্রজাতির ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নতুন করে উদ্বেগের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। WHO-এর ডিরেক্টর জেনারেল Tedros Adhanom Ghebreyesus জানিয়েছেন, ভারতে শনাক্ত হওয়া এই নতুন কোভিড সাব ভ্য়ারিয়্যান্টটি হল BA.2.75। তিনি বলেন, “গত দুই সপ্তাহ ধরে বিশ্বে করোনা সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ইউরোপ এবং আমেরিকাতে করোনা সংক্রমণের জন্য দায়ী BA.4 এবং BA.5। ভারতে কোভিডের নতুন সাবভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে, যা হল BA.2.75। এই ভ্যারিয়্যান্টটির উপর আমরা নজরদারি চালাচ্ছি।”

এ রাজ্যেও ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ । এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ প্রায় তিন হাজার ছুঁইছুঁই। রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কোন কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। একদিনে গোটা রাজ্যে মৃত্যু হয়েছে দুইজনের। কলকাতাকে ছাপিয়ে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৮৩৪। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।

শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ২০০ জন। এছাড়াও হুগলি (১৭৫), পশ্চিম বর্ধমান (১১৫), হাওড়া (১১০), পূর্ব বর্ধমান (১০৭), পশ্চিম মেদিনীপুর (১০৩) এবং নদিয়াতেও (১০০) আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। অন্যদিকে, একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। যা কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে।

Previous articleShinzo Abe: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
Next articleNarendra Modi on Shinzo Abe Shooting: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালনের ঘোষণা মেদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here