দেশের সময় ওয়েবডেস্কঃ রান্নার গ্যাসের দাম অনেকদিন আগেই হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। তাতেও মূল্যবৃদ্ধিতে লাগাম লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দিন দিন দাম আরও বাড়ছে। যাতে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। হেঁশেলে যেন আগুন লেগে গেছে। রান্নার গ্যাস ছাড়া হেঁশেল অচল। তা কিনতে মোটা টাকা গুনতে হচ্ছে আমজনতাকে।
বুধবার থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল। নতুন দামে দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকায়। আর কলকাতায় সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা। কলকাতায় এর আগে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১০২৯ টাকা।
এটা ঘটনা, দু’মাসে তিনবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে গত ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। এরপর ১৯ মে ফের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। নতুন দাম অনুযায়ী, দিল্লি (১০৫৩ টাকা), মুম্বই (১০৫২.৫০ টাকা) এবং চেন্নাইয়ের (১০৬৮.৫০ টাকা) থেকেও কলকাতায় এলপিজি সিলিন্ডারের মূল্য সর্বাধিক। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অবশ্য ৮.৫০ টাকা কমেছে।
আজ থেকে ২ হাজার ১৩২ টাকায় মিলবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। পাঁচ কেজির ছোট সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩৯৬ টাকা। গত মাসেই রান্নার গ্যাসের নতুন সংযোগের খরচ বাড়ানো হয়েছিল। বাড়িতে ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ ৭৫০ টাকা বেশি জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। সঙ্গে বেড়েছিল রেগুলেটারের দামও।
নতুন রেগুলেটর কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে। এবার নতুন করে বাড়ল সিলিন্ডারের দাম। দেশে পেট্রোপণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের দামের ওঠাপড়ার উপর। তবে চলতি সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে কমেছে এলপিজি–র দাম। তবে যে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে সেগুলি ছয় মাসের পুরনো স্টক। ফলে পুরনো দামের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের কারণে বেড়ে যাচ্ছে দাম।