দেশের সময় ওয়েবডেস্কঃ নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা।
কিন্তু বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা! হাঁসফাঁস গরম থেকে কবে মিলবে মুক্তি? গত শনিবার থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না। ফলে নাজেহাল দশা সকলেরই। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারেও রাজ্যের প্রতিটা জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তর পূর্ব ভারতে অসম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে আর তিন থেকে চারদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে এই বর্ষাবরণের প্রস্তুতির মাঝে ঝমঝমিয়ে ভিজবে কলকাতাও।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির আশায় মুখিয়ে সকলেই। হাওয়া অফিস জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে ৮.১ মিলিমিটার। কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়েই আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বৃষ্টির পরিমাণ কমে যাবে মঙ্গলবার থেকে।
উত্তরবঙ্গে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ অন্যান্য জেলার চেয়ে বেশি থাকার সম্ভাবনা৷