Rain Forecast : সন্ধ্যায় ধেয়ে আসবে কালবৈশাখী? শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

0
621

দেশের সময় ওয়েবডেস্কঃ স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। কলকাতায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ ও কাল কলকাতা শহর সংলগ্ন জেলাগুলির বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি হবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার থেকে আগামী ২৫ মে অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবে। বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।

তবে এই পাঁচদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। মূলত মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি এবং রবিবার। সঙ্গে ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির জন্য তাপমাত্রার পরিবর্তন হবে না।

আগামী চার পাঁচদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবল বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া থাকবে। পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ২৪ মে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যে সোমবার পর্যন্ত শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরাখণ্ডে মঙ্গলবার পর্যন্ত শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশে ৷

নিম্নচাপ তৈরি হয়েছে মায়ানমার সংলগ্ন সাগরে। গার্লস অফ মার্তাবানে নিম্নচাপ। এটি ক্রমশ সরে থাইল্যান্ড ও মায়ানমার সংলগ্ন এলাকায় শক্তি হারাবে। একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। কর্নাটকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

Previous articleBangaon Road problem: মরণফাঁদ ! বনগাঁর দক্ষিণ ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবি গ্রামবাসীদের
Next articleWeather Update: ‌কলকাতায় সহ একাধিক জেলায় তুমুল ঝড় ও বৃষ্টি,গাছ চাপা পড়ে অন্তত ২ জনের মৃত্যু, রবিবারও কালবৈশাখীর সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here