পিয়ালী মুখার্জী : বাংলার সংস্কৃতি জগতে নক্ষত্রপতন। প্রয়াত খ্যাতনামা বাচিকশিল্পী পার্থ ঘোষ ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন তাঁর সহধর্মীনি কিংবদন্তী আবৃত্তিকার গৌরী ঘোষ। ভেঙে গিয়েছিল বিখ্যাত পার্থ ঘোষ-গৌরী ঘোষের জুটি। এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পার্থ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাচিকশিল্পী। গলায় অস্ত্রোপচার হয়। তার পর কিছুদিন ভালই ছিলেন তিনি। আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় কর্ণ-কুন্তী সংবাদের কর্ণের। জানা গেছে, হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে আজই নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।
২০২১ সালের ২৬ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ। আর এবার চলে গেলেন শিল্পী পার্থ ঘোষ। পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ–কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে।
এছাড়া রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থের কণ্ঠে বিশেষ সমাদৃত হয়েছিল। জনপ্রিয় হয়েছিল রবীন্দ্রনাথেরই ‘দেবতার গ্রাস’, ‘বিদায়।’ এছাড়া স্ত্রী গৌরীর সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’, ‘স্বর্গ থেকে নীল পাখি’ মনে থেকে যাবে। রেডিওয় উপস্থাপক হিসেবে আবৃত্তিকার দম্পতি পার্থ–গৌরীর পেশা জীবন শুরু। দীর্ঘদিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন।