দেশের সময় ওয়েবডেস্কঃ ১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন। ১৮৯৭ সালের ১ মে যে পথচলা শুরু হয়েছিল তা আজও অব্যাহত। মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তারপর ভক্ত সমাবেশ৷ স্বাগত ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
রবিবার, ১ মে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বেলুড়মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী এক বছর বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হবে বলে মঠ সূত্রে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সকল সন্ন্যাসী এবং ভক্তকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজির কাজ যেন আমাদের অনুপ্রাণিত করে।’
I convey my best wishes to the monks and devotees of, and all the students' community attached to, the Order of the Ramakrishna Mission on their 125th year celebrations. May the message of Thakur- Ma- Swamiji continue to inspire us all.
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2022
ঐতিহ্যের আরেক নাম রামকৃষ্ণ মিশন৷ স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই প্রতিষ্ঠান অদ্বিতীয়। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপন করে এই কেন্দ্র। বেলুড় মঠে মহাষ্টমীর কুমারীপুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়।
বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, ১৮৯৭ সালের ১ মে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। তাই ওই দিনটিকেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস হিসেবে মনে করা হয়।
১ মে ১৮৯৭ থেকে ১ মে ২০২২ পর্যন্ত ১২৫ বছরের পরিক্রমা শেষে এই বছরকে বিশেষ ভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। গত ডিসেম্বরেই এ নিয়ে রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছিলেন। রবিবার ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে একটি সংকলন গ্রন্থও প্রকাশিত হবে অনুষ্ঠান মঞ্চ থেকে। গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মঠাধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি।
রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস ও ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে এদিন সকলে নদিয়ার নবদ্বীপে রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বের হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিনের এই শোভাযাত্রায় নবদ্বীপের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনসিসির সদস্য ও রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিবাবকগণ ছাড়াও বহু বিশিষ্ট মানুষ অংশ গ্রহণ করেন।
এদিন নবদ্বীপের প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে৷ নবদ্বীপ পোড়ামা তলায় নেতাজি মূর্তি ও রাধাবাজার পার্কে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।
সূত্রের খবর, এদিন বিকেলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে ইউটিউবে। ১২৫ বছর উপলক্ষে একটি বই প্রকাশও হবে এ দিনের অনুষ্ঠানে।