দেশের সময় ওয়েবডেস্কঃতীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। রোদের তেজে শরীর যেন ঝলসে যাচ্ছে। জ্বালাপোড়া গরম । কলকাতার তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও বেশি। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।
বৃষ্টি কবে নামবে সেদিকেই চাতক পাখির মতো দৃষ্টি দিয়ে বসে রয়েছেন মানুষজন। কিন্তু বৃষ্টি অধরা। তার মধ্যেই চিন্তা বাড়িয়ে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বরং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গেছে, কলকাতাতেও তাপমাত্রার পারদ চড়বে। আগামী বৃহস্পতিবার অবধি তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে গরমের দাপট বাড়বে।
কলকাতায় আজও দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ তাপমাত্রা থাকবে ৩৯ থেকে ৪০ ডিগ্রির আশপাশে। হাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল মাসে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই।
বরং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে তাপপ্রবাহ চলবে। এই সময় রাস্তায় বের হতে বারণ করছেন আবহাওয়াবিদেরা। গতকালই হাওয়া অফিসের বুলেটিনে সতর্কতা জারি করে বলা হয়েছে, বেলা ১১টার পর থেকে বিকেল ৪টে অবধি চড়া রোদে বাইরে না থাকাই ভাল। বেশিক্ষণ গরমে রোদে থাকলে হিট ক্র্যাম্প ও হিট র্যাশের ঝুঁকি বাড়বে।
বিশেষ করে বয়স্ক ও বাচ্চাদের সাবধান করা হয়েছে। যাঁদের নানা রকম অসুখ রয়েছে তাঁদের এই তাপদাহে বাইরে থাকতে নিষেধ করা হয়েছে। এই পরিস্থিতিতে চড়া রোদে রাস্তায় না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খেতে বলা হচ্ছে।
উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।