Delhi Covid: দিল্লিতে ব্যাপক করোনা!‌ গত ১৫ দিনে সংক্রমণ বেড়েছে ৫০০%‌, বলছে সমীক্ষা

0
598

দেশের সময় ওয়েবডেস্ক:‌ আবারও সিঁদুরে মেঘ দেখছে দিল্লিবাসী।কারণ গত কয়েক দিনের সংক্রমণের হার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। সবার আগে সংক্রামিতের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়েছিল মহারাষ্ট্র এবং দিল্লিতে। এবারও কি তবে সে রকমই কিছু আসতে চলেছে?‌ সমীক্ষা বলছে, গত ১৫ দিনে দিল্লিতে সংক্রামিতের সংখ্যা বেড়েছে ৫০০ শতাংশ। 

দিল্লি এবং সংলগ্ন এনসিআর–এ একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, সেখানকার ১৯ শতাংশ বাসিন্দাই বলছেন তাঁদের আশপাশে এক বা একাধিক জন কোভিড আক্রান্ত। তাঁদের পরিচিতদের মধ্যেও এক একাধিক জন কোভিড আক্রান্ত হয়েছেন।  

দিল্লি এবং এনসিআর–এ মোট ১১ হাজার ৭৪৩ জনের ওপর সমীক্ষা করা হয়েছে। তাঁদের জিজ্ঞেস করা হয়েছিল, তাঁদের পরিচিত, প্রতিবেশী বা আত্মীয়দের মধ্যে কত জন গত ১৫ দিনে কোভিড আক্রান্ত হয়েছেন। জবাবে ৭০ শতাংশ বলেছেন, কেউ আক্রান্ত হননি গত ১৫ দিনে। ১১ শতাংশ বলেছেন এক বা দু’‌ জন আক্রান্ত হয়েছেন।

জবাবে ৭০ শতাংশ বলেছেন, কেউ আক্রান্ত হননি গত ১৫ দিনে। ১১ শতাংশ বলেছেন এক বা দু’‌ জন আক্রান্ত হয়েছেন। ৮ শতাংশ বলেছেন তাঁদের চেনা ৩ থেকে ৫ জন গত ১৫ দিনে আক্রান্ত হয়েছেন। ১১ শতাংশ জানিয়েছেন, তাঁর জানেন না।

২ এপ্রিলও এই একই প্রশ্ন করা হয়েছিল দিল্লি ও এনসিআর বাসীকে। তখন মাত্র তিন শতাংশ জন বলেছিলেন, তার আগের ১৫ দিনে তাঁদের চেনা কেউ কোভিডে আক্রান্ত হয়েছেন। এ থেকে স্পষ্ট, যে গত ১৫ দিনে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। সংক্রমণের হার ৫.‌৩৩ শতাংশ। আক্রান্তদের ৬৭ শতাংশ পুরুষ। ৩৩ শতাংশ মহিলা।    

Previous articleAnubrata Mandal: উডবার্নে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে অনুব্রতকে,বিষ্ফোরক মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের
Next articleWeather Update: তীব্র গরম থেকে স্বস্তি মিলবে কবে? ঝেঁপে বৃষ্টি নামবে কী ? আবহাওয়ার আপডেট রইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here