দেশের সময় ওয়েবডেস্কঃ আজ রাজ্যের দুই কেন্দ্রের ভোটগণনা।গত ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন হয়েছিল। তারই ফল আজ। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র। শুরু হয়ে গিয়েছে ভোটগণনা।
10:44 AM: অষ্টম রাউন্ডের শেষে আরও খানিকটা ব্যবধান কমল, বালিগঞ্জে ৮ হাজার ১০৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷
10:42 AM: আসানসোলে চতুর্থ রাউন্ডের শেষে ৩৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই কেন্দ্রেই কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে গণনাকেন্দ্রের বাইরে। নিরাপত্তার মোড়কের মধ্যেই শুরু হয়েছে কাউন্টিং।
বালিগঞ্জে ১৬টি টেবিলে ১৮ রাউন্ড গণনা হবে। আসানসোলে ১৭ টেবিলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে বলে খবর। ভোট গণনাকে কেন্দ্র করে দুই এলাকায় চাপা উত্তেজনা কাজ করছে৷
আসানসোল লোকসভা দখল করতে চলেছে তৃণমূল? ভোটগণনা শুরু হওয়ার পর পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
কিন্তু প্রথম রাউন্ডের শেষে এগিয়ে গেলেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা। দ্বিতীয় রাউন্ডের গণনাও প্রায় শেষ হতে চলেছে। ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন শত্রুঘ্ন। আসানসোলে তৃণমূল এখনও অবধি পেয়েছে ৩৮,৬৭৭ ভোট। অন্যদিকে বিজেপি পেয়েছে ৩০,৮১৪ ভোট। এদিকে বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে পঞ্চম রাউন্ডের শেষে ৮,৪৯৯ ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।
তৃণমূল এখানে এখনও অবধি পেয়েছে ১৬,৫৪৮ ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী সায়রা হালিম। তিনি পেয়েছেন ৮,০৪৯ ভোট। চতুর্থ স্থানে চলে গেছেন বিজেপির কেয়া ঘোষ। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জে এবং তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোল সংসদীয় কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় দুই কেন্দ্রে উপনির্বাচন হয়।
বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল। আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিন্হা জোড়া ফুলের প্রার্থী হওয়ায় এই প্রথম সংসদীয় আসনটি তৃণমূল দখল করবে বলে আত্মবিশ্বাসী রাজ্যের শাসকদল। গণনার প্রাথমিক ট্রেন্ড সে ইঙ্গিতই দিচ্ছে।