Asansol: ‘‌পদ্মফুল চোখে দেখবে সর্ষেফুল ’‌, আসানসোলে প্রচারে বললেন অভিষেক

0
561

দেশের সময় ওয়েবডেস্ক : শনিবার শেষদিনের প্রচারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হার হয়ে প্রচারে এমনটাই বললেন অভিষেক ব্যানার্জি। এদিন তিনি বলেন, ‘এই উপনির্বাচন প্রতিবাদের ভোট। এই ভোটেই আবর্জনা সাফ হবে। ১৬ তারিখ পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে। আসানসোলে এবার জোড়াফুল ফুটবে।’‌বিজেপিকে হারিয়ে জবাব দেবে আসানসোলবাসী।

এরই সঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, ‘‌তৃণমূল মাথা নত করবে না। বিজেপি, সিপিএম, কংগ্রেসের সেটিং চলছে। এই দল সবার থেকে আলাদা। বিশুদ্ধ লোহা দিয়ে দৈরি। যত পোড়াবে, তাঁতাবে তৃণমূল আরও শক্তিশালী হবে।’‌

এরই সঙ্গে পেট্রোল-‌ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ‘‌প্রতিদিন ৮০ পয়সা, ১ টাকা করে দাম বাড়িয়ে দিচ্ছে।’‌ সেই সঙ্গে রাজনৈতিক স্বার্থে ইডি-‌সিবিআইকে কাজে লাগানো হচ্ছে বলেও কেন্দ্রের ওপরে ক্ষোভ উগরে দেন তিনি। তোপ দেগে বলেন, ‘‌ফোন ট্যাপ করে, পা ভেঙে, ইডি-সিবিআই লাগিয়ে সবকিছু করেছে।’‌ সেই সঙ্গে এদিন প্রচারে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘‌মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন।’‌

এদিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মন্তব্যেরও সমালোচনা করেন অভিষেক। আসানসোলে অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে গিয়ে শনিবার রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‌বাংলার পরস্থিতি খুব খারাপ। পুলিশি তদন্তের উপর আর ভরসা নেই জনতার। তাই একটি মামলা নিয়ে বারবার আদালতে ছুটে যেতে হচ্ছে জনতাকে।’‌

শনিবার আসানসোল লোকসভার উপনির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই গাড়িতে অংশ নিয়েছিলেন তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হার প্রচারে। কিন্তু সেই প্রচারেও দেখা হল, ফুল দেওয়া-নেওয়াও হল। কিন্তু কথা হল না দুই ঘাসফুল-নেতার।

আসানসোলের ঊষাগ্রাম থেকে গির্জা মোড়ে রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর প্রচারে যোগ দেওয়ার অনেক আগেই সেখানে পৌঁছে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সেখানে প্রচারের প্রস্তুতি পর্বের খোঁজ নেওয়ার পরেই ওঠেন রোড শোয়ের জন্য আনা গাড়িটিতে।

পরে সেখানে আসেন অভিষেক। শুরু হয় রোড শো। তাতে অংশ নেন প্রার্থী শত্রুঘ্ন-সহ তাঁর স্ত্রী পুনম সিন্‌হা, পূর্তমন্ত্রী মলয় ঘটক। গ্র্যান্ড হোটেল মোড়ে প্রচার শুরুর মুহূর্তে জনতার উদ্দেশে ফুল ছোড়েন অভিষেক। সেই সময় অভিষেকের হাতে ফুল শেষ হয়ে গেলে আবারও তাঁর হাতে ফুল তুলে দেন কল্যাণ। তার পর অবশ্য প্রচারপর্ব চলার সময় একটি বারের জন্যও পরস্পরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাঁদের।

প্রায় আধ ঘণ্টা পর রোড শো-এর গাড়ি থেকে নেমে যান কল্যাণ এবং আসানসোলের স্থানীয় নেতাদের সঙ্গে আলাদা গাড়িতে প্রচারপর্বে অংশ নেন তিনি। সেই গাড়িটিতে তাঁর সঙ্গে ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য স্থানীয় নেতারা। রোড শোয়ের শেষে একটি ছোট সভা করেন অভিষেক, সেই সময়ও শ্রীরামপুরের সাংসদকে দেখা গিয়েছে তাঁর পাশে। কিন্তু প্রচারসভার পরেও কথা বলতে দেখা যায়নি শাসক শিবিরের দুই নেতাকে।

প্রসঙ্গত, উপনির্বাচন ঘোষিত হওয়ার পর আসানসোলের ভোটের দায়িত্বে কল্যাণকে পাঠান তৃণমূল নেত্রী। ২০০১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। সেই সুবাদেই শত্রুঘ্নকে সাহায্য করতে শ্রীরামপুরের সাংসদকে পাঠান মমতা। নেত্রীর নির্দেশ মতো শনিবারের রোড শো-এ অংশ নেন তিনি। আর অভিষেকের সঙ্গে কল্যাণের সম্পর্কের অবনতি হয় চলতি বছরের জানুয়ারি মাসে। যদিও তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপড়েন কারও অজানা নয়। 

ওই মাসে অভিষেকের ‘ডায়মন্ডহারবার মডেল’ ও পুরভোট নিয়ে তাঁর ‘ব্যক্তিগত মতামত’-কে কাঠগড়ায় তুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। সঙ্গে মন্তব্য করেছিলেন, মমতা ছাড়া অন্য কাউকে তিনি নেতা মনে করেন না। এর পর অভিষেকের সমর্থনে তৃণমূলের কর্মীরা প্রকাশ্যেই কল্যাণের কুশপুত্তলিকা দাহ করেছিলেন। সাংসদ পদ থেকে কল্যাণের পদত্যাগের দাবিও উঠেছিল। তা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বাগ্‌যুদ্ধও বেধে যায় কল্যাণের। শেষমেশ আসরে নেমে দু’পক্ষকে সতর্ক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পরে গোয়ায় এক সাংবাদিক বৈঠকে অভিষেককে কল্যাণের ‘অন্য কাউকে নেতা বলে মানি না’-দাবি সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তখন অভিষেক ‘কৌশলী’ জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে নেতা মনে করেন না। আমিও তো তা-ই বলছি! আমিও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা মনে করি না।’’ সে কথা জেনে কল্যাণ আবার অভিষেককে ‘মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক’ সম্বোধন করে বিবৃতি দেন।

তবে ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তৃণমূল সাংসদ কল্যাণ হাজির হয়েছিলেন। ওই দিন কল্যাণ আগাগোড়া বসেছিলেন মঞ্চের নীচে প্রথম সারির চেয়ারে। আর মঞ্চে আসীন ছিলেন অভিষেক। ফলে সে দিনও কোনও কথাবার্তা হয়নি তাঁদের মধ্যে। একে অপরকে দেখতে পেলেও তাঁদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু আসানসোলে সেই সম্ভাবনা ছিল। কারণ একই গাড়িতে একই প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছিলেন অভিষেক-কল্যাণ।

কিন্তু তাতেও সেই, দেখা হল, কিন্তু কথা হল না। তবু তৃণমূলের একটা অংশ কৌতূহলী ছিল অভিষেক-কল্যাণের সম্পর্ক-রসায়নে নজরকাড়া কিছু ঘটে কি না। কিন্তু কৌতূহলীদের নিরাশ করেই বাক্য বিনিময়ে রত হননি অভিষেক-কল্যাণ।

Previous articlePriyanka Chopra: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উদ্বাস্তুদের পাশে থাকুন, আবেদন প্রিয়াঙ্কার
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here