দেশের সময় ওয়েবডেস্ক: এবার থেকে ১৮ ঊর্ধ্ব সকলের জন্য মিলবে করোনার বুস্টার ডোজ।
১০ এপ্রিল থেকে সকলকে এই ডোজ দেওয়া হবে। এমনটাই জানানো হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সরকারি ও বেসরকারি সমস্ত কেন্দ্রেই মিলবে এই ডোজ। এর আগে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ চালু হয়েছিল।
২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া হবে। সেই মতো জানুয়ারির প্রথম দিক থেকেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। পাশাপাশি দেশজুড়ে ১২ ঊর্ধ্বদেরও ভ্যাকসিনেশন শুরু হয়।
তবে সম্প্রতি করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘এক্সই’ নিয়ে চিন্তা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ওমিক্রনের থেকেও ১০ শতাংশ বেশি সংক্রামক এই নয়া স্ট্রেন। এদিকে চীনে নতুন করে সংক্রমণও ছড়িয়েছে। এই অবস্থায় কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসকেরা।
দ্বিতীয় ডোজ নেওয়ার নয় সপ্তাহ পর এই তৃতীয় ডোজ মিলবে। অনলাইনে বুকিংয়ের পাশাপাশি সরাসরি টিকাদান কেন্দ্রে গিয়েও এই বুস্টার ডোজ নিতে পারবেন ১৮ ঊর্ধ্ব সকলেই।