Weather Forecast: বাংলা জুড়ে তাপপ্রবাহ,বৃষ্টির সম্ভাবনা আছে কী? জানুন আপনার জেলায় আবহাওয়ার পূর্বাভাস

0
597

দেশের সময় ওয়েবডেস্কঃ চৈত্র মাসেই প্রচণ্ড গরমে নাজেহাল রাজ্যবাসী । এর মাঝেই আগামী কয়েকদিন রাজ্যজুড়ে গরম  আরও বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

হাওয়া অফিস বেশ কয়েকটি জেলায়  তাপপ্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে ।

রাজ্যের চার জেলায় পর পর ২ দিন তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তাপমাত্রা ইতিমধ্যেই একাধিক জেলায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী বৃহস্পতি এবং শুক্রবার এই ৪ জেলায়  তাপ প্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কলতাকায় তাপপ্রবাহের পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
 

কলকাতায় গত কয়েক দিন ধরেই হাঁসফাঁস করা গরম অনুভূত হচ্ছে। আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।  কলকাতায় আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকবে, সেকারণে গরমে ঘাম অনুভূত হবে। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ  পরিমাণ শহরে ৮৮ % ।

এর মাঝেই দক্ষিণবঙ্গের  বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আলিপুর আবহাওয়া দফতর।  
 

এদিকে  আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের তিনটি জেলা – দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।

হাওয়া অফিস জানিয়েছে,  এখন কোনও নতুন ওয়েদার সিস্টেম নেই। শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গে। সেই কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

এদিকে দেশের উত্তর পশ্চিম  রাজ্যগুলি তীব্র দহনে পুড়ছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। দিল্লির একাধিক জায়গায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজস্থান, গুজরাতেও তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
 

Previous articleপাকিস্তানের রাজনীতিতে নয়া মোড় ,ইস্তফা দিতে পারেন ইমরান?
Next articleImran Khan: ইমরানের বাড়িতে গেলেন পাক সেনাপ্রধান ও আইএসআই চিফ,ইস্তফার জল্পনা আরও বাড়ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here