Taherpur Chairman: সাইকেলে চেপে পুরসভায় যাতায়াত পুরপ্রধানের , বিরল দৃশ্য তাহেরপুরে!

0
387

দেশেরসময় ওয়েবডেস্কঃ গোটা রাজ্যে একমাত্র পুরসভা হিসাবে নদিয়ার তাহেরপুরই রয়ে গিয়েছে বামেদের দখলে। আর সেখানেই এক বিরল হয়ে যাওয়া ছবি দেখালেন পুরসভার চেয়ারম্যান ৷ উত্তমানন্দ দাস। গাড়ি বা মোটরসাইকেল নয়, সাইকেল চালিয়ে পুরসভায় যাতায়াত করছেন তিনি। পিছনে আরেক সাইকেলে থাকছেন তাঁর নিরাপত্তারক্ষী।

হাতে সাইকেল, পরনে সাধারণ পোশাক। সাইকেল চালিয়েই যাতায়াত করছেন। আবার পথচলতি মানুষ দেখলেই দাঁড়িয়ে কথা বলছেন। সঙ্গে যিনি দেহরক্ষী রয়েছেন, তিনিও আলাদা সাইকেল চালিয়ে তাঁর পেছনে ছুটছেন। কারণ জানতে চাইলে সেই সাধারণ মানুষের স্বার্থের কথাই শোনালেন। বললেন, ছোট পুরসভা, তাই পেট্রলের দাম কিছুটা বাঁচিয়ে সেই টাকা যাতে সাধারণ মানুষের কাজে লাগান যায়, সেই লক্ষ্যেই গাড়ি ব্যবহার করছেন না।

পুরসভার চেয়ারম্যান গাড়িচালক শঙ্কর দাস বলেন, প্রথম দিন আমি নিজেকে তৈরি রেখেছিলাম নব নির্বাচিত চেয়ারম্যানকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য। কিন্তু তিনি আমাকে পরিষ্কারভাবেই না করে দেন। সাইকেলে করেই অফিসে আসবে বলে জানিয়ে দেন তিনি।

যদিও তাহেরপুর শহর তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ এটাকে সম্পূর্ণ লোক দেখানো বলে তোপ দেগেছেন। তিনি বলেন, সবে তিনি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। পরবর্তীকালে স্পষ্ট বোঝা যাবে তিনি কোন উদ্দেশ্যে এই উদ্যোগ নিচ্ছেন আর কতদিন বা চালিয়ে যেতে পারেন।

Previous articleSaumitra Khan: বাংলার বুদ্ধিজীবীদের চোখে কন্ডোম, বিজেপি নেতার ফেসবুকে বিতর্কিত পোস্ট
Next articleModi On Birbhum Violence: যারা এই পাপ করেছে, তাদের যেন রাজ্য সরকার ক্ষমা না করে: মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here