China Plane Crash:চিনে বিমান দুর্ঘটনা, ১৩৩জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ : দেখুন ভিডিও

0
683

দেশের সময় ওয়েবডেস্কঃ ১৩৩ জন যাত্রী নিয়ে চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ বিমান ৷ গুয়াংজি রিজিওনে উঝৌ শহরে এই বিমানটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম। হতাহতের সংখ্যা কত সে ব্যাপারে সোমবার দুপুর দুটো পর্যন্ত কিছু জানা যায়নি।

একটি ফুটেজ সামনে এসেছে এই বিমান দুর্ঘটনার। তাতে দেখা যাচ্ছে একটি পাহাড় ঘেড়া জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়েছে। দাউদাউ আগুন জ্বলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে ঘন ধোঁয়ায়। উদ্ধার কাজ শুরু হয়েছে বলে কজানিয়েছে চিনের সংবাদমাধ্যম।

যে ভাবে বিমানটি ভেঙে পড়েছে এবং আগুন জ্বলতে দেখা গিয়েছে তাতে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। গত অক্টোবরে উত্তর চিনের পাংঝু শহরে বোয়িং ৭৩৭ বিমান ভেঙে পড়েছিল। তবে তাতে এত যাত্রী ছিলেন না। জানা গিয়েছে বিমানটি চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারের। কুনমিং থেকে গুয়াংঝাউ যাচ্ছিল সেটি।

Previous articleThe kashmir files: প্রত্যেক ভারতীয়র ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখা উচিত, মন্তব্য করলেন আমির খান
Next articleMamata Banerjee: চলতি মাসের শেষ সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here