Abhishek Banerjee:বাঁ চোখের নীচে অস্ত্রোপচারের ক্ষত! আত্মসমর্পণ করব না কেন্দ্রের কাছে, হুঙ্কার অভিষেকের

0
859

দেশের সময় ওয়েবডেস্কঃ গত দু-তিন মাস ধরে বাংলায় গেরুয়া শিবিরে একটা কথা হাওয়ায় ভাসছিল! তা হল, উত্তরপ্রদেশে ভোটটা মিটুক। তারপরই সেন্ট্রাল এজেন্সি জেরা করতে ডাকবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

কাকতালীয় ভাবে ঘটলও তাই। রবিবাসরীয় দুপুরে দেখা গেল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন। ডেনিম জিন আর হোয়াইট রিব দেওয়া ফ্রেড পেরির নেভি ব্লু পরা টিশার্টে অভিষেক যখন তাঁর গাড়ি থেকে বিমানবন্দরের গেটে নামেন, তখনও দূর থেকে দেখে বোঝার উপায় ছিল না।

সাংবাদিকদের কাছে আসতেই দেখা যায়, তাঁর বাম চোখের নীচটা লাল হয়ে রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক জানান, তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। ডাক্তাররা চার দিন রেস্ট নিতে বলেছিলেন। কিন্তু তাঁদের কথা না শুনেই দিল্লি যাচ্ছেন তিনি।

কাল সোমবার নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদরদফতরে তাঁকে তলব করা হয়েছে। সেখানে হাজিরা দেবেন তিনি।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে আত্মসমর্পণ করবেন না তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। রবিবার কলকাতা থেকে দিল্লি যাত্রার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

বেআইনি কয়লা কাণ্ডের তদন্ত সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও দশ ঘণ্টা জেরা করেছে ইডি। অভিষেক এদিন বোঝাতে চান, এ বার যে তাঁকে ইডি ডেকেছে তা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর কথায়, “আমি ইডির এক্তিয়ার নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলাম। ওরা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকেছে। আমি বলেছিলাম, কলকাতায় ইডির অফিস আছে। আমাকে সেখানে ডাকো। দশ বার ডাকলে দশবার যাব।

দিল্লি হাইকোর্টে সেই মামলা তিন মাস রিজার্ভ ছিল। তারপর ১০ তারিখ উত্তরপ্রদেশ ভোটের ফল প্রকাশের পর দিল্লি হাইকোর্টের রায় দিয়ে আমার আবেদন খারিজ করেছে। কাকতালীয় ভাবে এই দুই ঘটনা পর পর ঘটেছে। তবে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে।”

অভিষেক এদিনও দাবি করেন, তাঁর বিরুদ্ধে ১০ পয়সার দুর্নীতিও প্রমাণ করে দেখাতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, “আমরা মাথা উঁছু করে বেঁচে থাকার লোক। বিরোধী শিবিরের আর পাঁচ জনের মতো নয়। মাথা ঝোঁকাব না।”

অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরার জন্য ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর হাজিরা দেওয়ার কথা ২২ তারিখ।

Previous articleCyclone Asani: ধেয়ে আসছে ‘অশনি’! মঙ্গলে অমঙ্গল, আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, সুরক্ষিত বাংলা?
Next articleWest Bengal: রাজ্যে এবার সরকারি স্কুলের পোশাক নীল-সাদা রঙের, থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here