Holi: কোভিডে দু’বছর স্তব্ধ থাকার পর বৃন্দাবনে রঙের খেলায় মাতলেন বিধবারা

0
401

দেশের সময় ওয়েবডেস্ক: এক সময় যা ছিল স্বপ্নাতীত, আজ তাই এক সুন্দর বাস্তবে পরিণত হল।

শ্রীকৃষ্ণভূম বৃন্দাবনে হোলিতে মাতলেন বিধবারা। ব্রজ মণ্ডলের আশ্রয়ে থাকা শয়ে শয়ে বিধবার সাদা শাড়ি আজ রঙে রঙে মাতোয়ারা। আইনি ঝামেলা অনেক আগেই সরে গিয়েছিল। কিন্তু বাদ সাধে কালান্তক অতিমারি। গত দুই বছর হোলি খেলা হয়নি। আগ্রার ৯টি এবং মথুরার ৫টি আসনে বিজেপি প্রার্থীরা জেতায় এমনিতেই ছিল আনন্দের মেজাজ। সেই আনন্দ বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত হল দোলের দিন।

অবশ্যই এ এক ঐতিহাসিক দিন। যতই এটা ২০২২ হোক, যতই ইসরো চন্দ্রযান পাঠাক, ভারতের সমাজ ব্যবস্থায় কিছু কিছু ‘ডগমা’ আজও বিদ্যমান। বিধবারা আজকের দিনেও বেশ কিছু আনন্দ, সুখ থেকে বঞ্চিত। তবে অন্তত রঙ খেলার আনন্দটা তাঁরা এবার নিতে পারলেন। 

নামী সমাজকর্মী এবং সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক না থাকলে হয়তো এসব কিছুই হত না। তিনিই বিধবাদের হোলি খেলার সপক্ষে প্রথম আওয়াজ তোলেন। তাঁর আবেদনের ভিত্তিতেই বিধবাদের হোলি খেলার পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। গোটা দেশ এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়। মাঝখানে কোভিডের কারণে দুই বছর স্তব্ধ থাকার পর ফের সেই রঙিন দৃশ্য।  

Previous articleAsansol Ballygunge By Election: আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে লড়বেন কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির
Next articleIndia at UNSC: বন্ধ হোক রাসায়নিক মারণাস্ত্র , রাষ্ট্রপুঞ্জে সওয়াল ভারতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here