দেশের সময় : বনগাঁ পুরসভা এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়ে -দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। এব্যাপারে বনগাঁ থানায় মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছে বিজেপি। শুক্রবার রাতে বনগাঁ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বনগাঁর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা লেখা এলাকার একাধিক দেওয়াল রাতের অন্ধকারে সাদা রং করে দিয়েছে বিজেপি। ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপ্তেন্দুবিকাশ বৈরাগীর মদতে তাঁর লোকজন এই কান্ড ঘটিয়েছে বলে কৃষ্ণাদেবীর অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করে দীপ্তেন্দুবিকাশ বৈরাগী বলেন, ‘রাজ্যজুড়ে যেখানে বিজেপি নেতা, কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, সেখানে বনগাঁয় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ হাস্যকর। দু’দিন আগে আমার উপর হামলা হয়েছিল। তার প্রতিবাদ হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।’
এই ঘটনার বিরুদ্ধে কৌশিক জোয়ারদার নামে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নির্বাচনী প্রতিনিধির ৬ জনের নামে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশপাশি, এদিন সকালে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ওয়ার্ডের কর্মী সমর্থকেরা।