দেশেরসময় ওয়েবডেস্ক : হঠাৎ হঠাৎ বৃষ্টি! কখনও ঘন কুয়াশা! খামখেয়ালি শীতও! আবহাওয়ার মতি বদলাচ্ছে ‘মিনিটে মিনিটে’! গতকালই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ছিল মেঘলা। হয়েছে বৃষ্টিপাতও। সেক্ষেত্রে আজকেও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
শীতপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। শেষবেলায় আরও একবার ঝোড়ো ইনিংস খেলতে চলেছে ঠান্ডা। কমবে তাপমাত্রার পারদ।
চলতি মরশুমে শীত ঝোড়ো ইনিংস খেললেও কখনও পশ্চিমী ঝঞ্ঝা আবার কখনও নিম্নচাপ শীতের পথ আটকেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কমপক্ষে ৭২ ঘণ্টা স্থায়ী হবে ঠান্ডা। শুক্রবার থেকেই দিনের এবং রাতের তাপমাত্রা কমবে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের ৫ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত এখন মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও নামবে। হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রা ২-৩ ডিগ্রি মতো নামতে পারে।
ফলে কিছুটা হলেও শীতের আমেজ ফিরতে পারে বঙ্গে। তবে দিনের বেলাতে ঠান্ডা তেমন অনুভূত না-ও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, মূলত রাতের বেলা এবং ভোরের বেলা ঠান্ডা বজায় থাকবে।
আগামী ৪৮ ঘণ্টা পরে উত্তরবঙ্গের তাপমাত্রাও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রাজ্যে এখন নতুন করে আর বৃ্ষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শুক্রবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে। সপ্তাহের শেষে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে শহর কলকাতার তাপমাত্রা। চলতি মরশুমে শীতের দিন প্রায় ফুরিয়েই এসেছে এমনটাই বার্তা দিয়েছিল আলিপুর। কিন্তু, ‘লাস্ট মিনিট ইনিংস’-এ শীতপ্রেমীদের অভিযোগ মেটাতে চলেছে ঠান্ডা। তবে এই পারদ পতন বেশিদিন স্থায়ী হবে না। ৪৮ ঘণ্টা পর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
শীতের আমেজ থাকলেও, তা রাতের দিকে বেশি থাকবে। ফলে ঠান্ডার খুব একটা দাপট অনুভব করতে পারবেন না বঙ্গবাসী।