Municipal Election 2022:১০৮ পুরসভায় নির্বাচন ২৭ ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কমিশন

0
539

দেশের সময়ওয়েবডেস্ক:‌ রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকেই আদর্শ আচরণ বিধি লাগু। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। স্ক্রুটিনি হবে ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। তবে ভোট গণনা কবে হবে তা এখনও জানানো হয়নি। তবে ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে বলে জানানো হয়েছে। কোভিড বিধি মেনেই ভোটগ্রহণ হবে। প্রচারের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ থাকবে।

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, ‘‌দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে কিছু আইনি জটিলতা থাকায় সেখানে আপাতত নির্বাচন হবে না । বাকি ১০৮টি পুরসভার প্রতিটি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।’‌ এদিকে ১২ ফেব্রুয়ারি চার পুরসভায় ভোটগ্রহণ হবে। ভোট হবে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে।

উত্তর থেকে দক্ষিণ, পুরো রাজ্য জুড়েই ২৭ তারিখে নির্বাচন প্রক্রিয়া আয়োজিত হবে। কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তরের দার্জিলি পুরসভা থেকে শুরু করে মালদহের ইংলিশবাজার পুরসভায় নির্বাচন রয়েছে। এ ছাড়া সবচেয়ে বেশি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২৭ ফেব্রুয়ারি এই ২৫টি পুরসভাতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর ২৪ পরগনার মধ্যে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিতর্কিত কাঁচড়াপাড়া, হালিশহর, ভাটপাড়া পুরসভার নির্বাচন। রয়েছে দমদম ও দক্ষিণ দমদম পুরসভার নির্বাচন। রয়েছে বনগাঁ পুরসভাও।

Previous articleসেক্স করল মা, ভিডিও করল মেয়ে! নরেন্দ্রপুরে ফাঁদে ফেলে দাবি দশ লাখ
Next articleBengal Bjp:অভিনব পরিকল্পনায় রাজ্য বিজেপি! অন্দরের ক্ষোভ মেটাতে সহায় বাগদেবীর আরাধনা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here