দেশের সময় ওয়েবডেস্ক: মহারাষ্ট্র বিধানসভার ১২ জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত বাতিল করল সুপ্রিম কোর্ট।
বিধানসভা অধিবেশন চলাকালীন প্রিসাইডিং অফিসার ভাস্কর যাদবের সঙ্গে ‘অভব্য আচরণ’ এর অভিযোগে ১২ বিজেপি বিধায়ককে গত বছরের ৫ জুলাই থেকে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মহারাষ্ট্র বিধানসভার এই সিদ্ধান্তকেই বাতিল করল শীর্ষ আদালত।
বিধানসভার এই স্থগিতাদেশকে আইনের দৃষ্টিতে ‘অসাংবিধানিক এবং অযৌক্তিক’ বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাবকে ‘বেআইনি’ উল্লেখ করে বিচারপতি বলেন, ‘বিধায়কদের সাসপেন্ড করা বিধানসভার ক্ষমতার বাইরে।’ গত বছরের জুলাই মাসে অধিবেশন শেষ হওয়ার পর থেকে প্রাপ্ত সমস্ত সুযোগ–সুবিধা এই বিধায়কদের দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এটা ঘটনা, বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা নিয়ে মহারাষ্ট্র বিধানসভার প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিলেন এই বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশও বিজেপি বিধায়কদের উপর তোলা অভিযোগকে ভুয়ো ও অসত্য বলে দাবি করেছিলেন।