প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠ নামাঙ্কিত সেতু নির্মাণ হল বনগাঁ পুরসভার উদ্যোগে

0
895

দেশের সময়: বনগাঁ পুরসভার উদ্যোগে ১৬ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এবং মুস্তাফিপাড়া এলাকার মধ্যে সংযোগকারী সেতু তৈরি হল। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। স্থানীয বাসিন্দা গোবিন্দ প্রামাণিক বলেন আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল৷

পুরসভার পক্ষে পুরসভার কো-অর্ডিনেটর অভিজিৎ কাঁপুড়িয়া জানান, পুরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৪০০ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া এই সেতু নির্মিত হয়েছে। এর ফলে বসাকপাড়া এবং মুস্তাফিপাড়া সহ আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বনগাঁর প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। এদিন ভূপেন্দ্রনাথ শেঠের একটি পূর্ণাবয়ব মূর্তিরও উদ্বোধন করা হলো।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক গোপাল শেঠ, কো-অর্ডিনেটর অভিজিৎ কাঁপুড়িয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

পুর প্রশাসক গোপাল শেঠ বলেন, ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এইধরনের একটি সেতু নির্মাণ করার। অবশেষে পুরসভার পক্ষ থেকে সেই দাবি পূরণ করা হল। এই সেতু নির্মাণের ফলে ঘুড় পথে আর এলাকার মানুষকে কষ্ট করে বাড়ি থেকে অফিস বা বাজারে যেতে হবেনা, অনেকটা পথ কম হলো দুটি পাড়ার মধ্যেও যাতায়াত করার জন্য৷

Previous articleBengal Bjp: দিনে উত্তর ২৪ পরগণা – রাতে নদীয়া! রাজ্য বিজেপি-তে এখন চড়ুইভাতি – রাজনীতি!
Next articlePETRAPOLE : অনির্দিষ্টকালের জন্য বানিজ্য বন্ধের সম্ভাবনা পেট্রাপোল বন্দরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here