Cinar Corps: প্রবল তুষারপাতের মধ্যে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছে দিল ‘চিনার কর্পস’!এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা: ভাইরাল ভিডিও দেখুন

0
473

দেশের সময় ওয়েবডেস্কঃ এখন বরফে ঢেকেছে কাশ্মীর পড়ছে। খারাপ আবহাওয়া থাকায় শ্রীনগর বিমানবন্দরে উড়ান অনিয়মিত। ফলে শোপিয়ানের কী অবস্থা হবে তা সহজেই অনুমেয়। অন্তত এক থেকে দেড় ফুট বরফে ঢেকে আছে শোপিয়ান এলাকা। সেই প্রতিকূল পরিস্থিতিতেও এক অন্তঃসত্ত্বা মহিলাকে সময়মতো হাসপাতালে পৌঁছে দিল ‘চিনার কর্পস’। তাদেরই পোস্ট করা একটি টুইটার ভিডিও এখন রীতিমতো ভাইরাল। 

বিশেষ সূত্রে জানা গেছে, শোপিয়ানের রামনাগিরি এলাকা থেকে সাহায্য চেয়ে জরুরি বার্তা আসে চিনার কর্পসের কাছে। ভারতীয় সেনাবাহিনীরই একটি বিশেষ অংশ হল এই চিনার কর্পস। প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা। খবর পেয়ে কালবিলম্ব করেননি কর্পসের সদস্যরা। একটি স্ট্রেচারে ওই মহিলাকে চাপিয়ে কাঁধে করে নিয়ে জেলার সদর হাসপাতালে ভর্তি করে দেন তাঁরা।

এক ফুট বরফে পা ডুবে তো যাচ্ছিলই, সঙ্গে ছিল মাথার ওপর থেকে নাগাড়ে তুষারপাত।  চিনার কর্পসের তরফে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে চেপে নিয়ে যাওয়ার ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে লেখা, শোপিয়ানের রামনাগিরি থেকে এক অন্তঃসত্ত্বার চিকিৎসার জরুরি প্রয়োজন ছিল। প্রবল তুষারপাতের মধ্যেই মহিলাকে স্ট্রেচারে চাপিয়ে শোপিয়ানের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাটি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলেও সুখবর দিয়েছে চিনার কর্পস।

Previous articleফের বিদ্রোহ বিজেপি-তে! এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পাণ্ডা
Next articleModi Meeting On India Covid Situation: ফের কী লকডাউনের পথে দেশ? কোভিড পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পরই জরুরি বৈঠকে বসছেন মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here