Christmas Festival in Bengal:পার্ক স্ট্রিট থেকে জেলার শহর সর্বত্র ক্রিসমাস ফেস্টিভ্যালে এবার নিয়ম বদল!

0
522

দেশের সময় ওয়েবডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম সামনেই।ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরকে ঘিরে বাঙালির উন্মাদনা ইউরোপ আমেরিকার চেয়ে কোনও অংশে কম নয়। বিশেষ করে বড়দিন এবং ৩১ ডিসেম্বর রাতে অন্য চেহারা ধারণ করে পার্ক স্ট্রিট চত্বর।

বছরের শেষে ফের উৎসবের মেজাজে রয়েছে বাঙালি। পার্ক স্ট্রিটে আলোর রোশনাই আর সান্টার আনাগোনায় জানান দেয় বড়দিন আসছে। পার্ক স্ট্রিটে ২৫শে ডিসেম্বরের আগেই শুরু হল উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই শুরু হচ্ছে এই বছরের ক্রিসমাস ফেস্টিভ্যাল । পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজেও যেতে পারেন।

করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানান অনুষ্ঠান বাদ পড়লেও ২০২২-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। প্রতি বছর পার্ক স্ট্রিটের ফুটপাতে যে খাবারের স্টল থাকে এই বছর নেই। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে উদ্বোধন করবেন। দারুণ ভাবে সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট।

এই বছর ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে বা অ্যালেন পার্কের সামনে কোনও খাবারের স্টল থাকবে না। লাইভ পারফরম্যান্সের জন্য অ্যালেন পার্কের মধ্যে নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হবে, যা প্রতিদিন সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে, নিরাশ হবেন না। আপনি সমস্ত পারফরম্যান্সগুলি ফেসবুক লাইভে দেখতে পারবেন। প্রতিবছর অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই উৎসবের আয়োজন করা হচ্ছে।

পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। আলোয় ঝলমল করছে চারদিক।করোনাকালে বিশ্বজুড়ে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। পশ্চিমবঙ্গেও মার খেয়েছে পর্যটন ব্যবসা। তাই এ বারের শীতে ভ্রমণপিপাসু বাঙালিকে আবারও পর্যটনের দিকে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

শীতের মরসুমে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় টানতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর। সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক জেলায় শুরু হচ্ছে সাংস্কৃতিক আদান-প্রদানের অন্যতম বড়দিন বা বর্ষবরণের উৎসব। এই উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্র স্থাপন করতেই নতুন এই উৎসবের পরিকল্পনা করা হয়েছে জেলায় জেলায়। পর্যটন দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, চন্দননগর জেলাতেও পালিত হবে এবার পর্যটন দফতরের উদ্যোগে এই ক্রিস্টমাস ফেস্টিভ্যাল।

দর্শকদের প্রবেশও হবে নিয়ন্ত্রিত। তবে ফেসবুক লাইভের মাধ্যমে সবার দেখার সুযোগ রয়েছে এবার।  আর পাঁচ দিন পরেই বড়দিন। সে জন্য এখন থেকেই সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। প্রতি বছরের মতো এবারও গোটা এলাকা এলইডি আলোয় সাজিয়ে দেওয়া হয়েছে।

রাতের বেলার আলো ঝলমল পরিবেশ দেখলে দিন বলে ভুল হতে পারে। এই একটা সপ্তাহ পার্ক স্ট্রিটে আনন্দ উৎসব করতে গোটা রাজ্য থেকে মানুষ কলকাতায় পাড়ি দেন। তবে পর্যটনে জোর দিয়ে এবার অন্যান্য জেলাতেও বড়দিন এবং বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, চন্দননগরেও মহা সমারোহে উৎসব চলবে।

Previous articleতাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে,আজ মরসুমের শীতলতম দিন
Next articleCHILDRENS: খেলার ছলে পড়ার আনন্দ দিতে বনগাঁয় খুদেদের নিয়ে পার্কে বিশেষ ক্লাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here