Weather Forecast: শীতের ঝোড়ো ব্যাটিং শুরু বাংলায়!আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে ঠান্ডা, পূর্বাভাস হাওয়া অফিসের

0
587

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতকাতুরে হনুমান টুপি-মাফলার-সোয়েটার প্রিয় বাঙালির দুয়ারে অবশেষে হাজির শীত। বাংলায় ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে শীত। আগামী কয়েক দিনে তা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

কুয়াশা কাটিয়ে রোদ ঝলমলে সোনালি সকালের মুখ দেখল রাজ্যবাসী। হালকা মেঘ, রোদ্দুরের আনাগোনা। দাপুটে শীত না থাকলেও শীতের পরশ গায়ে মাখছে রাজ্যবাসী। সমস্ত জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক।ক্রিজে নামতে দেরি হলেও শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু শীতের। উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে শীত প্রবেশ করতেই একধাক্কায় কলকাতায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে।সঙ্গে সকালে হালকা কুয়াশাও দেখা গিয়েছে বিভিন্ন জেলায়।

আলিপুর আবহওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

এ বছরে সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বঙ্গোপসাগের ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্পের উপস্থিতি। যার জেরে ধাক্কা খেয়েছিল শীতের ‘ব্যাটিং’। সেই প্রভাব কমতেই বেড়েছে ঠান্ডা।

পারদপতন অব্যাহত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, শীতের এমন ঝোড়ো ইনিংস চললে হয়তো অচিরেই তুষারপাত দেখা যেতে পারে সান্দাকফুতে।

Previous articleNarendra Modi Kolkata Durga Puja: ‘প্রত্যেক ভারতবাসীর অন্তত একবার কলকাতার দুর্গাপুজো দেখা উচিৎ’: নরেন্দ্র মোদী, বাংলার জন্য গর্বের দিন, ট্যুইট মমতার
Next articleMinimum Age For Marriage : বাড়ছে মেয়েদের নূন্যতম বিয়ের বয়স, প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here