Weather Forecast: প্রাক্-পৌষেই বাংলাজুড়ে জাঁকিয়ে শীত বলছে হাওয়া অফিস

0
464

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, হেমন্ত শেষ হয়ে এসেছে। আগামী সপ্তাহেই পৌষ মাস শুরু হবে। অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, শীতকালের শুরু। অনেকে বলছেন, বাংলা ক্যালেন্ডার মেনেই বোধ হয় এ বার চলতে চাইছে প্রকৃতি। তাই পৌষ শুরুর ঠিক আগেই জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে শীত।

জাওয়াদের জেরে সৃষ্ট নিম্নচাপ কেটে গিয়েছে আগেই, তবে  জলীয় বাষ্পের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছিল৷ সেই মেঘ কেটে যেতেই ফের শীতের আমেজ ফিরেছে রাজ্যে।
 

 আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা একধাক্কায় প্রায় তিন থেকে চার ডিগ্রি কমে যাবে। এই আবহে রাজ্যের সব জেলাতেই রাতে ফিরবে শীতের আমেজ। অবশ্য দিনের তাপমাত্রা এখনই কমবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে৷

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিলেন ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কমতে পারে। বর্তমানে স্থলভাগে জলীয় বাষ্পও সেরকম নেই। ফলে তাপমাত্রা নামার পরিস্থিতি তৈরি হয়েছে।
 

শীত জাঁকিয়ে বসেছে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। বঙ্গোপসাগরের বাধাও কেটে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে শীত থিতু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে।  সকালে কুয়াশা থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৯৩ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ৫২ শতাংশ।
 

হাওয়া অফিস বলছে, আগামী ৪ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।  রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি ধীরে ধীরে কমবে। ফলে  শীতের আমেজ ফিরবে রাতে। এদিকে পশ্চিম হিমালয় অঞ্চলে ১৩ ডিসেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হতে চলেছে। যার জেরে ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
 

হাওয়া অফিস বলছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এরাজ্যেও  কিছুটা চড়বে পারদ। ঝঞ্ঝা কাটলেই শীতের হাতছানি। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে আগামী সপ্তাহে বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফিরতে পারে ঠান্ডার আমেজ।  আগামী সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। 
 

 

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleAmerica Tornado: আমেরিকায় টর্নেডো, শুধু কেনটাকিতেই মৃতের সংখ্যা ৭০- ছাড়িয়েছে ,জারি জরুরি অবস্থা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here