‘দশ দিগন্ত কলকাতা’ নাগরিক অ্যাপে ১৪ দিনে সমস্যা সমাধান, পুরভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল

0
408

দেশের সময় ওয়েবডেস্কঃ নাগরিক পরিষেবার উন্নতির দশদিক মাথায় রেখে শনিবার কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। সেখানে নিকাশি, সবুজায়ন, রাস্তাঘাট-সহ মোট ১০টি দিককে তুলে ধরে আগামী পুরবোর্ডের কাজের রূপরেখা তুলে ধরা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ১০ দিগন্ত। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার উন্নতি থেকে শুরু করে মহিলা নিরাপত্তায় নজর। ইস্তেহারে এসব দিকেই জোর দিয়েছে রাজ্যের শাসক দল। সবচেয়ে উল্লেখযোগ্য হল কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়। 

এদিন মহারাষ্ট্রনিবাস হলে ইস্তেহার প্রকাশ করে তৃণমূল।বাংলা ছাড়াও হিন্দি, উর্দু ও ইংরাজি ভাষায় প্রকাশ করা হয়েছে ইস্তেহারটি। রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়িত হওয়ার মধ্যে দিয়ে অনেক কাজই হয়ে গিয়েছে। ধারাবাহিক কর্মসূচিগুলিতে সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার পুর বোর্ডে তৃণমূল জিতলে সুনির্দিষ্ট কতগুলি কাজ সেই বোর্ড করবে।

তারমধ্যে নিকাশি ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়েছে। জল জমার সমস্যা দূর করতে আপাতত পুরসভার হাতে যে কটি পাম্প আছে, সেগুলি ছাড়াও আরও ২০০টি অতিরিক্ত পাম্প বসানো হবে। সুব্রত বক্সী জানান, যত দ্রুত সম্ভব জল বের করার ব্যবস্থা করে পুরসভা। আগামিদিনে সেই কাজ যাতে আরও দ্রুত হয়, তার জন্য অতিরিক্ত পাম্প বসানো হবে।

নাগরিক সমস্যা সমাধানে একটি অ্যাপও চালু করা হবে। তার মাধ্যমে মানুষ তাঁর সমস্যার কথা জানালে ১৪দিনের মধ্যে সমাধান করা হবে। ওয়ার্ড অফিসে কাউন্সিলরদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের অঙ্গীকার রয়েছে তৃণমূলের ইস্তেহারে। যার নাম দেওয়া হয়েছে পাড়ায় নিষ্পত্তি। এ ছাড়াও মিউনিসিপ্যাল স্কুলগুলির একটি বড় অংশকে ইংরাজি মাধ্যম করা, শহরের অলিগুলির রাস্তাগুলিকে আরও মসৃণ করা, ৩০টি চলমান সিঁড়ি, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সাবওয়ে নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে।

এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। ১৯ ডিসেম্বর পুরভোট। ২১ তারিখ ফলপ্রকাশ। তারপরই বিজয় উৎসব করবে তৃণমূল।

Previous articleগোয়া জিতলে গৃহলক্ষ্মী কার্ডে মাসে পাঁচ হাজার প্রত্যেক গৃহকর্ত্রীকে ঘোষণা তৃণমূলের, বাংলাতেও চাই দাবি বামেদের
Next articlePETRAPOLE : বেনাপোলে ভারতীয় ট্রাক চালকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ পেট্রাপোলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here