দেশের সময় ওয়েবডেস্কঃ মুম্বই টেস্টে বড় জয়। ৩৭২ রানে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতল ভারত। একইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতল টিম ইন্ডিয়া। সবচেয়ে বেশি রানে টেস্ট জয়ের রেকর্ড করল ভারত। ঘরের মাঠে টানা ১৪টি সিরিজ জয় ভারতের। চতুর্থ দিন মাত্র ৪৫ মিনিটের মধ্যে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেন ভারতীয় স্পিনারের। চার উইকেট নেন জয়ন্ত যাদব। এক উইকেট অশ্বিনের। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে শেষ করেছিল কিউয়িরা। ভারতের জয় অবধারিত ছিল। তবে মধ্যাহ্নভোজ পর্যন্তও টিকে থাকতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। মাত্র ২৭ রানে পড়ে যায় বাকি পাঁচ উইকেট। তার মধ্যে চারটেই জয়ন্ত যাদবের। যার ফলে ১-০ ফলাফলে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
The ICC World Test Championship standings after India’s win in the Mumbai Test 👇#WTC23 | #INDvNZ pic.twitter.com/YNrMyEvohr
— ICC (@ICC) December 6, 2021
কানপুর টেস্টে তীরে গিয়ে তরী ডুবেছিল। এক উইকেটের জন্য জয় অধরা থেকে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে কোনও ভুলভ্রান্তি করেননি কোহলিরা। ওয়াংখেড়েতে চতুর্থ দিনের শুরুতেই নিউজিল্যান্ডের খেল খতম করে দেন ভারতের স্পিনাররা। মুম্বই টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন কোহলি। আজাজ প্যাটেলের ১০ উইকেটে প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায় ভারত। মায়াঙ্ক আগরওয়াল ১৫০ রান করেন। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত স্পিনারের তৈরি করা মঞ্চ কাজে লাগাতে পারেননি কিউয়িরা। অশ্বিন, সিরাজদের দাপটে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪ উইকেট নিয়েছিলেন অশ্বিন, ৩ উইকেট সিরাজের।
🇮🇳 🤝 🇳🇿#WTC23 | #INDvNZ pic.twitter.com/63zQ79U12M
— ICC (@ICC) December 6, 2021
প্রথম ইনিংসে ২৬৩ রানে এগিয়ে থাকা সত্ত্বেও ফলো অন দেননি বিরাট কোহলি। হাতছাড়া করেন ইনিংস জয়ের সুযোগ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে ডিক্লেয়ার করে দেন বিরাট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন আজাজ। টেস্টে মোট ১৪। ভারতের মাটিতে এক টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন কিউয়ি স্পিনার। প্রথম ইনিংসে ১৫০ রানের পর দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগরওয়াল (৬২)। ব্যক্তিগত ৪৭ রানে আউট হন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে নিউজিল্যান্ড। চতুর্থ দিনের সকাল থেকেই কিউয়ি ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে ভারতীয় স্পিনাররা। একের পর এক উইকেট তুলে নেন জয়ন্ত যাদব।
মুম্বই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের দৌলতে ৩২৫ রান করে ভারত। শুভমান গিল করেন ৪৪ রান ৷ এরপর ওয়াংখেড়েতে নতুন রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের স্পিনার অজাজ প্যাটেল ৷ জিম লেকার এবং অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি ৷ এরপর ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৬২ রানে ৷ ভারতের বিরুদ্ধে টেস্টে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম স্কোর নিউজিল্যান্ডের ৷ এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৭৬ রান করে ডিক্লেয়ার দেয় ভারত ৷ ৫৪০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানই তুলতে পারে নিউজিল্যান্ড ৷ ৩৭২ রানে টেস্ট জিতে নেয় ভারত ৷টি-২০ সিরিজের পর টেস্টে সিরিজও ভারতের। জয় দিয়েই শুরু হল দ্রাবিড়-কোহলি যুগ।