TMC-Mamata: দেশে মমতার মতো নেত্রীই প্রয়োজন এই মুহুর্তে, সস্ত্রীক তৃণমূলে যোগ দিয়ে বললেন আজাদ

0
680

দেশের সময় ওয়েবডেস্ক:‌ সোমবার চার দিনের সফরে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চার দিন চমক যে থাকবে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু এতটা হয়তো অনেকেই ভাবেননি। মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। জেডিইউ থেকে তৃণমূলে যোগ দিলেন পবন বর্মা।  গুঞ্জন অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার।

তৃণমূলে যোগ দিয়েই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, এই মুহূর্তে দেশকে সঠিক দিশা দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকেই প্রয়োজন৷’

আজাদ আরও বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করব এবার থেকে। দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব।’‌ তার পরেই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার।

এদিন মমতার হাত থেকে তৃণমূলের উত্তরীয় গ্রহণ করলেন তিনি। তার পরেই কীর্তি বললেন, ‘‌বিভাজনের বিরুদ্ধে লড়াই করব। দেশে এখন মমতার মতোই নেত্রী চাই। ওঁর নেতৃত্বে মানুষের জন্য কাজ করব।’‌

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’‌ ব্রায়েন প্রমুখ।  রাজনীতিতে বিজেপি–র হয়েই হাতেখড়ি হয়েছিল আজাদের। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি যোগ দেন কংগ্রেসে। এবার সেই কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তাঁর বাবা ভগবৎ ঝা আজাদ ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের সদস্য। তবে তিনি বিজেপি–তেই যোগ দিয়েছিলেন প্রথম। দ্বারভাঙা থেকে দু’বার বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন কীর্তি। যদিও পরে বিজেপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে দিল্লি ক্রিকেট বোর্ড নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিলেন।

কীর্তি আজাদ যে তৃণমূলে যোগ দিচ্ছেন, এ দিন সকালেই তা জানা গিয়েছিল৷ এ দিন সস্ত্রীক তৃণমূলে যোগ দেন কীর্তি আজাদ৷কীর্তি আজাদের স্ত্রী পুনম প্রথমে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন৷ কিন্তু ২০১৭ সালে আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পুনমও৷

কীর্তি আজাদ ছাড়াও এ দিন দিল্লিতে তৃণমূলে যোগ দেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক কানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন ভার্মা৷ মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে এক ধাক্কায় জাতীয় স্তরে নিজেদের উপস্থিতি আরও জোরালো করল তৃণমূল কংগ্রেস৷

Previous articleKirti Azad, Ashok Tanwar joining TMC : রাজধানীতে তৃণমূল ঝড়, আজ নেত্রীর ব্রিগেডে যোগ দিতে পারেন কীর্তি আজাদ, অশোক তনওয়ার
Next articleআজ গ্রুপ ডি মামলার শুনানি কলকাতা হাইকোর্টে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here