গুজরাট সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনাবাহিনী

0
940

দেশের সময় ওয়েব ডেস্কঃ মঙ্গলবার সকালেই গুজরাট সীমান্তে দেখা গেল পাকিস্তানি ড্রোন। মুহুর্তের মধ্যেই গুলি করে নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে–তে জঙ্গি ঘাঁটিগুলিতে কার্পেট বম্বিং করেছে ভারতীয় বায়ুসেনা। মুজাফ্‌ফরাবাদ দিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৮০ কিলোমিটার ঢুকে বালাকোট, চাকোটি এবং মুজাফ্‌ফরাবাদে ১২টি মিরাজ–২০০০ বিমান ১০০০ কেজি বোমা ফেলে উড়িয়ে দিয়েছে জৈশ, হিজবুল, লস্করের প্রশিক্ষণ শিবিরগুলি। টানা ২১ মিনিট ধরে চলে কার্পেট বম্বিং। তার কয়েক ঘণ্টা পর এদিনই সকাল ৬.‌৩০ মিনিট নাগাদ গুজরাটের কচ্ছ সীমান্তে ঢুকে আসে একটি পাক ড্রোন। দেখতে পেয়েই সেটাকে গুলি করে নামায় সেনাবাহিনী। যদিও এই ড্রোন ভোরের বিমান অভিযানের পাল্টা আঘাত কিনা তা এখনও ভারত বা পাকিস্তান, কোনও পক্ষেই স্বীকার করা হয়নি। ‌

Previous articleবালাকোটে জইশ ই মহম্মদদের জঙ্গি শিবির নিশ্চিহ্ন করে দিল ভারতীয় বায়ুসেনা, প্রশংসা করলেন মমতা
Next articleরাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে রয়েছে জইশ প্রধান মাসুদ আজহার সূত্রের খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here