Local Train: রবির সকালেই গড়াল লোকাল ট্রেনের চাকা, ট্রেনে ট্রেনে বাদুরঝোলা ভিড়! দূরত্ববিধি কাগজ-কলমেই
দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকাল থেকেই পুরোমাত্রায় লোকাল ট্রেন চলা শুরু হয়েছে বাংলায়। প্রায় ৬ মাস পর ট্রেনে চড়ার অনুমতি দিয়েছে সরকার। এদিন সকাল থেকেই স্টেশনে স্টেশনে দেখা গেল মানুষের ঢল। গন্তব্যে পৌঁছনোর জন্য লোকলকেই বেছে নিয়েছেন যাত্রীরা।
প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আজ থেকে রাজ্যে গড়াল লোকাল ট্রেনের চাকা। রাজ্য সরকারের নির্দেশ মতো আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে ট্রেন চালু হওয়ার আগে গতকালও স্যানিটাইজেশন করা হয়। দূরত্ববিধি মানতে দুটি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে।
কিন্তু রবিবারেই ধরা পড়ল বাদুড়ঝোলা ভিড়।
সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনেথ বিভিন্ন কামরায় ঠাসাঠাসির ছবি দেখা গেল। পাশাপাশি বারাসাতেও ফিরল চেনা ছবি। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল সেই উপচে পড়া ভিড়। আর তার ফলেই স্পষ্ট, রেলের তরফে দুটি সিটের মধ্যে স্টিকার বা দূরত্ববিধি মানতে যাই বলা হোক না কেন সেটা বাস্তবে কোনওভাবেই সম্ভব নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে রবিবার থেকে। তবে মানতে হবে বিধিনিষেধ। কার্যক্ষেত্রে সেসব কিছুই চোখে পড়ছে না। তাও কর্মব্যস্ত দিন নয়, রবিবারের ছবিই এই। আগামীকাল সোমবার থেকে লোকাল ট্রেনের ছবিটা ঠিক কেমন হবে অনেকেই আন্দাজ করতে পারছেন।
বারাসাত, বনগাঁ, দমদম কিংবা সোনারপুর, সব জায়গাতেই বাদুড়ঝোলা ভিড় দেখা যাচ্ছে ট্রেনে। যাত্রীরা বলছেন, এই ভিড়ে দূরত্ববিধি মানা সম্ভব নয় একেবারেই। সব নিয়ম মানতে গেলে সময়ে আর গন্তব্যে পৌঁছনো হবে না।
এতদিন লোকাল ট্রেন পুরোমাত্রায় চলছিল না। চলছিল স্টাফ স্পেশাল ট্রেন। তাতে চড়ার অনুমতি ছিল কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। তবে বাস্তবে অন্য ছবিই দেখা গিয়েছিল। স্টাফ স্পেশাল ট্রেনে টিকিট কেটে সকলেই যাতায়াত করছিলেন। ভিড়ও কম হচ্ছিল না অফিস টাইমে। তবে এবার লোকাল ট্রেনে সকলের ওঠার সরকারি অনুমতি মিলেছে। রবিবার থেকেই সেই ছবি আরও স্পষ্ট হল।
এতদিন ধরে সাধারণ মানুষের একটাই দাবি ছিল যে লোকাল ট্রেন চালু করা। আর আজ থেকে চালু হল ট্রেন। কিন্তু এই বাদুড়ঝোলা ভিড়ের ছবি দেখে অশনিসঙ্কেত দেখা দিচ্ছে। এমনিতেই রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তার মধ্যে লোকাল ট্রেন চালুর পর রাজ্যের করোনার ছবি কী হবে তা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। যথাসম্ভব দূরত্ব বৃদ্ধি মানতে বলেছেন তাঁরা। সেই সঙ্গে ‘মাস্ক মাস্ট’ বলেই পরামর্শ চিকিৎসদের। আজ রবিবার হওয়া সত্ত্বেও এই বাদুড়ঝোলা ভিড়, আর আগামিকাল থেকে ভিড়ের ছবিটা কেমন হবে তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।