পুজোয় ঘোরার মাশুল!জেলায় জেলায় শুরু কনটেনমেন্ট জোন, তালিকায় কি আপনার এলাকা আছে? দেখুন

0
356

দেশের সময় ওয়েবডেস্কঃ পুজোর মরশুমে আনন্দে ভাঁটা পড়েনি । সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও রাস্তাঘাটে মাস্কহীন জনস্রোত দেখা গেছে দুর্গাপুজোয়। দূরত্ববিধির বালাইও তেমন ছিল না। আর তাই পুজোর পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। রাজ্যের নানা প্রান্তেই কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। যা নিয়ে দিন কয়েক আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

জেলাশাসকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যসচিব। তিনি বলেছিলেন, জেলায় জেলায় প্রয়োজন অনুযায়ী তৈরি করতে হবে কনটেনমেন্ট জোন। আর মুখ্যসচিবের সেই নির্দেশেই দেখা গেল তৎপরতা। ওয়ার্ড ভিত্তিকি কনটেনমেন্ট জোন তৈরি হয়ে গেল জেলায় জেলায়।

উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, জলপাইগুড়িসহ এই বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন তৈরি করে ফেলা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫১টি, হাওড়ায় ১৪টি, জলপাইগুড়িতে ৯টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। হুগলিতেও হয়েছে একাধিক কনটেনমেন্ট জোন। এই সমস্ত এলাকায় কোভিড গ্রাফের দিকে নজর রেখেই কনটেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এখানকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি আবশ্যিক।

কলকাতাতেও বাড়ছে করোনা। তবে এখানে এখনই কনটেনমেন্ট জোন করা হবে না, জানিয়েছেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। সূত্রের খবর, কলকাতায় প্রয়োজন অনুযায়ী মাইক্রো কনটেনমেন্ট জোন করা হতে পারে ভবিষ্যতে।
কোথায় কোথায় কী কী কনটেনমেন্ট জোন? দেখে নিন তালিকা।
উত্তর ২৪ পরগনা

Previous articleব্যাংকে পাস বই আপডেট হচ্ছে না প্রায় দু’বছর ধরে !এই অভিযোগে বনগাঁর কালুপুরে যশোররোড অবরোধ করে বিক্ষোভ গ্রাহকদের
Next articleDaily Horoscope- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here