দেশের সময় বনগাঁ: লক্ষী ভান্ডার এর টাকার মেসেজ মোবাইলে ঢুকলেও একাউন্টে ঢুকছেনা সেই টাকা। প্রায় তার উপরে প্রায় দু”বছর ধরে ব্যাংকের পক্ষ থেকে আপডেট করা হচ্ছে না ব্যাংকের গ্রহকদের পাসবইও।
গ্রাহকরা জানান ,ব্যাঙ্ক থেকে তাঁদেরকে বলা হয় পাসবইয়ের আপডেট মেশিন খারাপ রয়েছে , তাই পাস বই আপডেট করে দেওয়া সম্ভব হচ্ছে না৷ এরপরে গ্রাহকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।পরে ক্ষুব্ধ গ্রাহকেরা ব্যাংক সংলগ্ন এটিএম কাউন্টারে ভাঙচুর চালায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অবরোধকারীরা জানিয়েছেন, প্রায় দু’বছর ধরে ব্যাংক থেকে পাস বই আপডে করে দেওয়া হচ্ছিল না। সম্প্রতি লক্ষীর ভান্ডার প্রকল্পে অনেকেরই একাউন্টে টাকা ঢুকেছে বলে জানতে পারেন স্থানীয় পঞ্চায়েত অফিসের মাধ্যমে৷ এদিন এই বিষয়ে তাঁরা ব্যাংকে হাজির হন পাশ বই আপডেট করে নিশ্চিত হতে। যাদের মোবাইলে মেসেজ ঢোকেনি তারাও গিয়েছিলেন ব্যাংকে।
গ্রাহকেরা জানিয়েছেন,
এদিন যখন তারা জানতে পারেন পাস বই আপডেট হবে না তখন তারা ক্ষোভে ফেটে পড়েন। ব্যাংকের এটিএমে ভাঙচুর চালায় এবং ব্যাংকের গেট ধরে ঝাকুনি দিতে থাকেন, ইট পাথর ছুঁড়তে থাকেন ব্যাংকের বিল্ডিং লক্ষ্য করে৷
পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে যশোররোড অবরোধ শুরু করে। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। পরে পুলিশ গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবরোধকারীদের আশ্বাস দেয় সমস্যাসমাধানের জন্য৷ এরপর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা । ব্যাংকের ম্যানেজার শিল্পী প্রিয়দর্শিনী বলেন রাজ্য সরকারের দেওয়া কোভিড বিধি মেনে কাজ চলছে সেই জন্য একটু দেরি হচ্ছে পাস বই আপডেটের কাজে , গ্রাহকেদের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে দ্রুত এর সমাধান করা হবে৷
এদিন একই দাবিতে বনগাঁ সাতভাই কালিতলা এলাকায় মহিলারা রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য লক্ষ্মীভান্ডারের টাকা পাচ্ছেন না তারাও পাস বই ও আপডেট করতে পারছেন না ৷ এবিষয়ে
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন ব্লক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে সার্ভারের কিছু সমস্যার জন্য টাকা ঢোকেনি বিষয়টি দ্রুত মিটে যাবে।