দেশের সময় , বনগাঁ: বনগাঁ শহরে ‘ক্লক টাওয়ার’ বসানোর কাজ শুরু হল৷ শহরের মধ্যে মতিগঞ্জ এলাকায় রাস্তার উপরে টাওয়ার বসানো হচ্ছে৷ পুরসভার পুরপ্রশাসক গোপাল শেঠ জানান, শহরের সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি টাওয়ারের ঘড়িও দেখে নিতে পারবেন মানুষ৷
গোপাল বাবু আরও জানান “৬৫ ফুট উঁচু টাওয়ারটির নাম দেওয়া হয়েছে বিশ্ববাংলা ক্লক টাওয়ার৷ যা তৈরী করতে খরচ পড়ছে প্রায় ৪০ লক্ষ টাকা৷ ভাইফোঁটার পরে উদ্বোধন হবে৷ ”