দেশের সময় ওয়েবডেস্কঃ নিম্নচাপ পশ্চিমে সরে যাচ্ছে, নিচের দিকে রয়েছে মৌসুমী অক্ষরেখাও। তবে দক্ষিণপূর্ব বাতাস ঢোকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। উত্তরবঙ্গেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার শহর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি।
দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যার ফলে আগামী ১১ থেকে ১৪ তারিখ বাড়তে পারে বৃষ্টিপাত।
যদিও নতুন এই নিম্নচাপের বেশিরভাগ প্রভাবটাই পড়বে ওড়িশায়। তবে রাজ্যের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।