দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। আর এর জেরে তাপমাত্রা কিছুটা কমবে। আবাহওয়াবিদরা জানাচ্ছেন, বিহার থেকে ওডিশা পর্যন্ত মোসুমী অক্ষরেখা রয়েছে। প্রধানত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হবে। সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভুম, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দুই মেদিনীপুর বৃষ্টি বতে পারে। আকাশ মেঘলা থাকবে। তবে ঝড়ের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। ভারী বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। ২৮ অগাস্টও ভারী। তবে ২৯ অগাস্ট থেকে তা কমবে। দক্ষিণহবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে চলে এসেছিল। সেটা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে।
উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সর্তকতা। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি। রাজ্যজুড়ে মেঘলা আকাশ। মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায়। বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা।
এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি।
বৃহস্পতিবার, ২৬ অগাস্ট কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে, জেনে নেওয়া যাক।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিন কলকাতার আকাশ থাকতা পারে মেঘলা। সেইসঙ্গে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিন একই পরিস্থিতি থাকবে।
কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছিল। কখনও প্রবল, কখন টিপটিপ করে। আর এ কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। এর ফলে প্রবল সমস্যা পড়েন মানুষ। গাড়ি চলাচলে নাজেহাল হতে হয় তাদের। যানবাহনের গতিবেগ ধীর গতির হয়ে যায়। জল জমে যাওয়ার ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃষ্টির জেরে প্রবল সমস্যা তৈরি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় জল জমে যায়। আর দুর্ভোগে পড়েন মানুষ। বাড়িতে, রাস্তায় জল জমে যায়। ফলে নাকাল হতে হয় তাঁদের। অনেক জায়গায় দুর্ঘটনাও ঘটেছে।