Weather Updates : লাগাতার ৫ দিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, ভারী বৃষ্টি দক্ষিণেও!

0
625

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ বুধবারও রাজ্যে হবে বৃষ্টি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি। 

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জল স্তর, পাশাপাশি নিচু এলাকা প্লাবনের আশঙ্কা।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

অন্যদিকে লাগাতার ৫ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মূলত পাটনা থেকে সিকিম হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। যার ফলে বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও সিকিমে। 

তাছাড়া বিহার ও উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যার প্রভাবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 


অন্যদিকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও । দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হতে পারে ভারি বৃষ্টি। পাশাপাশি বজ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাতেও।  
 

Previous articleTarot Horoscope:ট্যারো কার্ড অনুযায়ী কেমন যাবে আপনার সময় জানুন
Next articleঅভিষেক, দোলা, কুণালদের বিরুদ্ধে মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here