নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে সাঁতরাগাছি ঝিলে পড়ল লরি!

0
481

দেশেরসময় ওয়েবডেস্কঃ কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ঝিলে পড়ল লরি। কোনা এক্সপ্রেসওয়ে -র সাঁতরাগাছি সেতুরর রেলিং ভেঙে নীচে পড়ে গেল লরি। ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নীচে পড়েছে সেটি। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে সাঁতরাগাছি -র দিকে যাচ্ছিল লরিটি। শুরু হয়েছে উদ্ধার কাজ।


অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে রেলিংয়ে। এরপর উল্টো দিকের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। রেলিং ভেঙে নীচে ঝিল -এর জলে পড়ে যায়। চালক ও খালাসির এখনও খোঁজ মেলেনি।


ঘটনাস্থলে দমকল কর্মী ও পুলিশ পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন নিয়ে আসা হচ্ছে লরিটি উদ্ধারের জন্য। ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Previous articleDaily Horoscope: তুলা রাশির প্রাপ্তিতে বাধা,কন্যা রাশির জাতকের মামলায় জয়
Next articleWeather Updates : আকাশ থাকবে মেঘলা,ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ,পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here