বনগাঁয় স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী ও প্রেমিক

0
1279

দেশের সময়,বনগাঁ: ফের মনুয়াকাণ্ডের ছায়া বনগাঁয়।প্রেমিকের সঙ্গে যোগসাজস করে স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রী অভিযুক্ত স্ত্রী আল্পনা সর্দারও তার প্রেমিক মধু হালদার কে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার মোল্লাহাটি শিকারিপারা এলাকায়৷ পুলিশ সূত্রে জানাগিয়েছে, গত মঙ্গলবার সকালে শিকারিপারার একটি ঘরের মধ্যে থেকে প্রফুল্ল মিস্ত্রী নামে এক বেক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ ঘটনার পর থেকে থেকে পলাতক ছিল অভিযুক্তরা।বৃহস্পতিবার রাতে তাদের গোপালনগর থানার নহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃত প্রফুল্লোর পরিবারের লোকেরা জানিয়েছে,
আলপনা প্রফুল্ল দ্বিতীয় স্ত্রী। প্রফুল্ল আলপনা কে বিয়ে করেছিল৷ তারপর থেকে তারা এক সঙ্গে থাকতো।
অভিযোগ আলপনার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল মধু হালদারের৷ প্রফুল্ল তার প্রতিবাদ করত। পথের কাঁটা সরিয়ে দিতে আলপনা ও মধু
প্রফুল্ল কে খুন করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Previous articleহাইকোর্টে মানবাধিকার কমিশনের বিস্ফোরক রিপোর্ট ! ‘দুষ্কৃতী’ তালিকায় রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল নেতা- বিধায়কদের নাম!
Next articleযশোর রোডের গাছের গায়ের পেরেক তুলে গাছ বাঁচাতে নিরন্তর লড়াইয়ে নামল বনগাঁ পুর-প্রশাসন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here