ঠাকুরনগরে মানিকহীরা সনাতন স্পোটিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

0
559

দেশের সময়: করোনা পরিস্থিতিতে নাজেহাল গোটা বিশ্ব। আর এই পরিস্থিতিতে অন্যতম ভরসা চিকিৎসকেরা।
শনিবার উত্তর২৪পরগনার গাইঘাটার মানিকহীরা দেশ পাড়া আর পি বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন
করা হয় মানিকহীরা সনাতন স্পোটিং ক্লাবের উদ্যোগে । দেখুন ভিডিও:

স্থানীয় সমাজসেবী ডাঃ সজল বিশ্বাস বলেন ১ লা জুলাই ‘ডক্টরস ডে’ পালিত হল রাজ্য জুড়ে ওই দিন দিনটিকে মনে রেখেই এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবির করে স্থানীয় মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্য পরিক্ষা করা হয়। প্রায় ৫০০ স্থানীয় মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন এই শিবিরে ।

তিনি আরও জানান বিগত কয়েক বছর আগে তারা কয়েকজন মিলে শুরু করেছিল এই স্বাস্থ্য পরীক্ষা শিবির, তারা আগামী দিনে প্রতিমাসে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরূপাম রায় , নরোত্তম বিশ্বাস ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা ।স্থানীয় মানুষও খুশী হাতের কাছে এমন স্বাস্থ্য পরিসেবা পেয়ে৷

Previous articleপ্রশিক্ষণ নেই, সটান মহিলাকে ভ্যাকসিন দিয়ে দিলেন আসানসোলের তৃণমূল পুরকর্ত্রী !
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here