Weather Updates: বঙ্গে বর্ষার দুরন্ত ব্যাটিং -এর জের: ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

0
494

দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গে অতি-সক্রিয় বর্ষা। দফায় দফায় বৃষ্টি তো রয়েইছে, তার সঙ্গে এক নাগাড়ে বাজ পড়ায় বেশ আতঙ্কেই রয়েছেন সাধারণ মানুষেরা ৷ আষাঢ়ে বর্ষার এমন রূপ আগে চোখে পড়েনি বলেই জানাচ্ছেন আবহবিদেরা ।

রাতভর বৃষ্টিতে বৃহস্পতিবার কার্যত জলে ভেসে ছিল কলকাতা। আজ অর্থাত্‍ শুক্রবারও নিস্তার নেই ভারী বর্ষণ থেকে। আলিপুর হাওয়া অফিসে জানাচ্ছে, আজ অর্থাত্‍ শুক্রবারও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে জানাগিয়েছে, মরসুমের শুরু থেকেই বর্ষার এই অতি-সক্রিয়তার পিছনে দায়ী উত্তর-পশ্চিম ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা। সেটি মৌসুমী বায়ুর সঙ্গে আসা জলীয় বাষ্পকে নিজের দিকে টেনে নিচ্ছে। এবং বৃষ্টি নামাচ্ছে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়ছে উত্তরবঙ্গেও। আবহবিদরা বলছেন, দক্ষিণবঙ্গের উপরে ঘন মেঘের আস্তরণ রয়েছে। রয়েছে পর্যাপ্ত জলীয় বাষ্পও। এর জেরে আরও দু’দিন ভারী বৃষ্টি হবে রাজ্যে।

আলিপুরে ৬১.১ মিলিলিটার বৃষ্টি হয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ–মানিকতলা ৫৯ মিলিলিটার, বীরপাড়া ৫৪ মিলিলিটার, বেলগাছিয়া ৫৭ মিলিলিটার, ধাপা ৪৯ মিলিলিটার, উল্টোডাঙ্গা ৫৩ মিলিলিটার, পামারব্রীজ ৫৩ মিলিলিটার, ঠনঠনিয়া ৫৪ মিলিলিটার, বালিগঞ্জ ৪৫ মিলিলিটার, মোমিনপুর ৩৮ মিলিলিটার, চেতলা ৩২ মিলিলিটার, কালীঘাট ৪৫ মিলিলিটার, দত্ত বাগান ৫৩ মিলিলিটার, বেহালা ৪৪।

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব ভারতের বেশির ভাগে অংশেই বৃষ্টির সঙ্গে বজ্র-বিদ্যুত্‍ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ জুন পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি, যেমন, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়ায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৮ জুন শুক্রবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা বলা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্তই গোটা রাজ্যেই বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টি কমতে পারে। আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আজ, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 
হাওয়া অফিস জানাচ্ছে, পয়লা জুন থেকে বৃহস্পতিবার বা ১৭ জুন পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোট ২০৩.৫ মিমি বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৭৫ শতাংশ বেশি। 

Previous articleDaily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন দেখুন রাশিফল
Next articleগল্প: লকডাউন -পিয়ালী মুখার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here