দেশের সময় ওয়েবডেস্কঃ প্রথম দুই দফা ভোটের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি । এবার পরবর্তী তিন দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শনিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য বিজেপি-র শীর্ষ নেতারা। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য শুক্রবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা সহ রাজ্য বিজেপি -র একাধিক শীর্ষ নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে হতে চলেছে এই বৈঠক।
রাজ্যে নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। প্রচার ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ কোনও রাজনৈতিক দলই। ইতিমধ্যেই ২৯১টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু এখনও পর্যন্ত তৃতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি গেরুয়া শিবির। সেই তালিকা নির্দিষ্ট করতেই এদিনের বৈঠক। এদিনের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ‘প্রথম দুই দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। পরবর্তী তিন দফা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এদিনের বৈঠক’।
BJP leaders Mukul Roy and Suvendu Adhikari arrive at BJP chief JP Nadda's residence in Delhi pic.twitter.com/Lbq63k5k2Q
— ANI (@ANI) March 13, 2021
প্রসঙ্গত, বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকবেন জে পি নাড্ডা, অমিত শাহ। উল্লেখ্য, ইতিমধ্যেই ভোটযুদ্ধে নেমে পড়েছে বিজেপি । ভোট প্রচারে রাজ্যে আসছেন বিজেপি -র একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। প্রচারে ঝড় তুলতে ৩ এপ্রিল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী ৩ এপ্রিল হাওড়া গ্রামীণ এলাকায় তিনি প্রচারে আসবেন। সেখানে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। এখন অবধি ১৮, ২০, ২২ এবং ২৪ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পুরুলিয়া, খড়গপুর এবং কাঁথিতে জনসভা করার কথা রয়েছে। তবে বিজেপি -নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি পুরোপুরি চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। ব্রিগেড মঞ্চে মোদীর বক্তব্যের পাশাপাশি ‘মহাচমক’ ছিল ‘মহাগুরু’ মিঠুনের বিজেপি -তে যোগদান। শহরের পর এবার গেরুয়া শিবিরের আসল ‘ফোকাস’ জঙ্গলমহল এবং নন্দীগ্রাম। লোকসভা নির্বাচনে তৃণমূলগড় হিসেবে পরিচিত জঙ্গলমহলে উত্থান হয়েছিল পদ্ম শিবিরের। বিধানসভা নির্বাচনে তাই জঙ্গলমহলে অতিরিক্ত নজর দিতে চাইছে গেরুয়া শিবির।
প্রথম দুই দফার মোট ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। দিল্লি থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় চমকপ্রদ নাম বলতে ছিল শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ, অশোক দিন্দা। এর বাইরে প্রায় সকলেই বিজেপি -র নানা পদে জেলায় আগে থেকেই ছিলেন অথবা সদ্য বিজেপি-তে যোগ দিয়েছেন। তবে প্রায় সকলেই পোড় খাওয়া রাজনীতিবিদ। প্রথম দু’দফার প্রার্থী তালিকা দেখেই পরিষ্কার, দক্ষ সংগঠকদের উপরেই আস্থা রেখেছে বিজেপি ৷ দিন্দা বাদে একজনও তারকা প্রার্থী নেই। সেক্ষেত্রে তৃতীয় দফার নির্বাচনের জন্য গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় কী চমক থাকবে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।