পেট্রোপণ্য মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ: ই-স্কুটারের স্টিয়ারিং ধরলেন মমতা

0
709

দেশের সময় ওয়েবডেস্কঃ অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ। সওয়ারি নয়, এবার চালক নেত্রী। অগ্নিমূল্য জ্বালানি। তার প্রতীকী প্রতিবাদে নিজেই ই-স্কুটারে চালিয়ে নবান্ন থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশে দু’চাকায় সওয়ার রাষ্ট্রপ্রধানের ছবি চোখে পড়লেও এদেশে এমন দৃশ্য সম্ভবত এই প্রথম। এমনকী এই প্রথমবার স্কুটার চালাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবারই প্রথম ই-স্কুটি চালকের আসনে বসলেন তিনি। দাম না কমালে কেন্দ্রের উদ্দেশে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি মমতার।

বিরোধীদের কটাক্ষ ভোট রাজনীতি বড়ই বালাই। মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদের পন্থাকে তীব্র আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘উনি রাজ্যও চালাতে পারেন না স্কুটিও চালাতে পারেন না। এমনিও লাইসেন্স নেই, নাটক করতে বেআইনিভাবে স্কুটি চালালেন’। এ বিষয়ে বিজেপি-নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, ‘একেবারেই নির্বাচনী নাটক করা হচ্ছে।

পেট্রল ডিজেলকে ‘জিএসটি-এর আওতায় আনতে বাধা দিয়ে নির্বাচনী নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দেন তিনি। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘অভিনব প্রতিবাদ কোনওভাবেই এটা নয়। আমরা এই নিয়ে অনেক আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছি।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও একে ‘ভোটমুখী প্রচার’ বলে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ইন্দিরা গান্ধীর আমলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি চেপে সংসদে গিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী ।

বৃহস্পতিবার সকালে ই-স্কুটার চেপে নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে নবান্ন থেকে বাড়ি ফেরার সময় নিজেই সেই ই-স্কুটার চালালেন মমতা। দু’পাশে এবং পিছনে যদিও সেই ই-স্কুটার ধরে ছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর স্কুটারে চেপেই সকালে কালীঘাটের বাড়ি থেকে নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল যদিও এর মধ্যে কোনও ‘চমক’ বা ‘নাটক’ দেখছে না। দলের শীর্ষ নেতার কথায়, ‘‘দলনেত্রী যে কোনও প্রতিবাদই রাস্তায় নেমে করেন। গত ৪০ বছর ধরে রাজ্যের মানুষ তা দেখে আসছে। আজও সে ভাবেই রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। অচ্ছে দিনের নামে নরেন্দ্র মোদীর সরকার যে ভাবে পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে, তা এক কথায় নজিরবিহীন। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে দেশের গরিব মানুষের ত্রাহি ত্রাহি রব উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যে ভাবে প্রতিবাদে সরব হয়েছেন তা একেবারেই যথার্থ।’’

Previous articleসিবিআই, ইডি যাকে খুশি পাঠান, মাথা নত করব না ঠাকুরনগরে অভিষেক
Next articleইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এগোলেন কোহালিরা.টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালের পথে ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here