দেশের সময় ওয়েবডেস্কঃ আসমুদ্র হিমাচল তাঁকে ঘিরে চিন্তাগ্রস্ত ছিল। কী করে একটা ফিট মানুষ আচমকা হৃদযন্ত্রের সমস্যায় ভুগতে পারেন, সেই নিয়ে কম প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
চেন্নাইয়ে মঙ্গলবার টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে একসময়ের সতীর্থ আশিস নেহেরা পর্যন্ত ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন দাদা-কে। স্টার স্পোর্টসের ওই সাক্ষাৎকারে মহারাজ জানান, ‘‘আমি নিজেও ঠিক বুঝতে পারিনি এরকম সমস্যা হতে পারে, তাই আমিও একটু নার্ভাস ছিলাম বইকি! তবে এখন চিন্তার কারণ নেই, এখন আমি দিব্বি রয়েছি, অফিসও করছি।’’
সৌরভ এই মুহূর্তে এতটাই ফিট যে মঙ্গলবার সরস্বতী পুজোর দিনে স্ত্রী ডোনার গানের স্কুল দীক্ষামঞ্জরীতে হাজির ছিলেন সৌরভ। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে অঞ্জলি পর্যন্ত দিয়েছেন। এমনকি এক সাংবাদিকের কন্যা স্নিন্ধা ঘোষের হাতেখড়ি দেওয়ান মহারাজ। তারপর প্রচারমাধ্যমকে জানান, ‘‘আমি এই প্রথম কাউকে হাতেখড়ি দেওয়ালাম, বেশ ভাল লেগেছে।’’
সকালে অবশ্য নেহেরার প্রশ্নের উত্তরে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি পরের টেস্টে মোতেরায় থাকব। ওই ম্যাচটি তো গোলাপি বলের ম্যাচ হবে।’’ আমেদাবাদে ওই টেস্টের প্রথমদিন মাঠে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। সৌরভ থাকলে নতুন এক প্রেক্ষাপট তৈরি হবে, সেটি নিয়েও সমান কৌতূহল থাকছে।
যদিও এও মানছেন, হৃদযন্ত্রের সমস্যার পরে সবাই যে চিন্তা করেছিল, তা তিনি জানেন। সৌরভ জানালেন, ‘‘জানি, যেভাবে ঘটেছিল, চিন্তা হওয়াই স্বাভাবিক। কিন্তু যতটা চিন্তা তখন হয়েছিল, এখন আর কিছুই নেই। আমি এখন কাজেও ফিরেছি।’’
তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ চলছে। প্রথম টেস্টে মাঠে দর্শকদের ঢুকতে দেওয়া হয়নি। দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক এসেছিলেন মাঠে। পরের টেস্ট থেকে আমেদাবাদে মাঠ ভর্তি থাকবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌরভের মতে, ‘‘মাঠে দর্শকরা আসুন, চেয়েছিলাম। প্রথম টেস্টেও করা যেত। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পরামর্শ মেনে প্রথম টেস্টে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। তামিলনাড়ু (ক্রিকেট সংস্থা) জানিয়েছিল, প্রথম টেস্টটা কেমন হয়, ওঁরা দেখতে চাইছেন। অনেক দিন পর দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট, ওঁদের যুক্তি ছিল, সব ঠিকঠাক চললে দ্বিতীয় টেস্টে দরজা খুলে দেওয়া হবে। আমরা সেটাই মেনে নিয়েছিলাম।’’
এবার চেন্নাইতে আগামী পরশু আইপিএল-এর নিলাম। মহারাজ সেই প্রসঙ্গে বলেছেন, ‘‘তত বড় নয়, এবার তো ছোট করেই হবে নিলাম। সমস্যা হওয়ার কথা নয়।’’ভারতের জয় নিয়ে জানিয়েছেন, ‘‘আমি জানতাম ভারত ঘুরে দাঁড়াবে। কারণ ঘরের মাঠে ভারতীয় দল ভয়ঙ্কর, সেটি সবাই জানে।’’