উত্তর ভারতজুড়ে জোরাল ভূমিকম্প অনুভূত,রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩

0
354

দেশের সময় ওয়েবডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। শুক্রবার রাত ১০:৩৪ মিনিট নাগাদ দিল্লি, পাঞ্জাব, নয়ডা, জম্মু, উত্তরাখণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অমৃতসর থেকে ২১ কিমি দূরে। কম্পনের তীব্রতা এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষ ভয়ে রাস্তায় নেমে আসেন। উত্তর ভারত ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এসিএস সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে। যদিও ওই সংস্থা থেকে প্রথমে জানানো হয়েছিল যে পঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ওই এলাকায় মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎস বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে এনসিএস। একই সঙ্গে, প্রাথমিক ভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১ বলা হলেও পরে সেই তথ্য়ও সংশোধন করে জানানো হয় যে ওই মাত্রা ছিল ৬.৩ ৷

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীরা নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বহু রাজ্যে। ভূমিকম্পের পর শুক্রবার রাতেই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি লিখেছেন, ‘দিল্লিতে ভূকম্পন অনূভূত হয়েছে। সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করি।

বিস্তারিত আসছে…..

Previous articleমোদীর ‘মন কি বাত’ শুনে প্রশংসার টুইট সৌরভের
Next articleসপ্তাহের শুরুতে মকরের উন্নতি, শারীরিক ভোগান্তি বৃষের পড়ুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here